Breaking News

ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর!ক্ষতিগ্রস্ত পরিবারের ১০০ ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নেবেন মমতা

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তিনি হতাহতদের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক ও চাকরির নিয়োগপত্র তুলে দেন। এদিন মোট ৮৬ জনকে সাহায্য করা হল। এই অনুষ্ঠান নিয়ে বিরোধীরা রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি। ওড়িশার ট্রেন দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে যাঁরা আহত হয়েছেন, যাঁদের অঙ্গহানি হয়েছে, যাঁরা মানসিকভাবে আতঙ্কে ভুগছেন, তাঁদেরকেও আর্থিক সাহায্য করার কথা বলেছিলেন তিনি। বুধবার সেই পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করলেন তিনি।এদিন মুখ্যমন্ত্রী বলেন,’বাংলা থেকে মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে। আমরা ৮৬ জনের দেহ পেয়েছি। ৮৬ জনের প্রত্যেকের পরিবারকেই চাকরি দেওয়া হল। দেওয়া হল ৫ লক্ষ টাকাও। আগামী তিন মাস ২ হাজার টাকা করে দেওয়া হবে’।অথর্ব হয়ে গিয়েছেন, কাজ করতে পারছেন না, এমন তিনজনকেও আর্থিক সাহায্য প্রদান করা হল। গুরুতর আহত হয়েছেন ১৭২ জন, তাঁদের পরিবারকে দেওয়া হল ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। অল্প আঘাত পেয়েছেন এমন ৬৩৫ জনকে আর্থিক সাহায্য করল সরকার।৭৯৯ জন পরিযায়ী শ্রমিককে মানবিক কারণে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আগামী তিন মাস ২০০০ টাকা করে দেওয়া হবে |

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন,’অনেককে চাকরি দিলাম। তবে যদি কেউ থাকেন, যিনি সন্তানকে পড়াশোনা করাতে চান, তাহলে সাহায্য করা হবে। ৫০ জন মেয়ে ও ৫০ জন ছেলের বিনামূল্যে পড়াশোনার দায়িত্ব নিচ্ছি’,| এদিন মমতা প্রত্যেক পরিবারের সঙ্গে কথা বলার নির্দেশ দিলেন জেলাশাসক ও পুলিশ সুপারদের। এমনকি যে সব মহিলা আহত হয়েছেন, তাঁদের আইসিডিএস বা আশাকর্মী হিসেবে কাজ দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজাকে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *