দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স-এ হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বেলা ১২টা ৩০ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন। যদিও তার আসার কথা ছিল সকাল ১১টা নাগাদ।তার জন্য কড়া পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয় সিজিও কমপ্লেক্স।এখানে প্রবেশ নিয়েও কড়াকড়ি করছে পুলিশ। বাইরে বিধাননগর থানার পুলিশ মোতায়েন রয়েছে। ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে।এদিকে অভিষেকের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তিন সদস্যের তদন্তকারী অফিসাররা নয়াদিল্লি থেকে এসে উপস্থিত হলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। কয়লা পাচার মামলায়রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি।
সোমবার দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি’র মামলায় লুকআউট নোটিশ জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই রুজিরাকে হাজিরার নোটিশ ধরিয়ে দেয় ইডি।সূত্রের খবর, নয়াদিল্লি থেকে আসা পঙ্কজ কুমার ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার। আর দু’জন নয়াদিল্লির ইডি অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক। এই তিন ইডির আধিকারিকই জেরা করছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। সুতরাং জোর প্রস্তুতি শুরু হয়েছে সিজিও কমপ্লেক্সে। ইডি সূত্রে খবর, রুজিরাকে এদিন তাঁর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হতে পারে। কী কারণে রুজিরা বিদেশে যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন, এমনকী বিদেশে তিনি যে যাবেন তা কি ইডি দফতরে জানিয়েছিলেন কি না এই সংক্রান্ত বিষয়ে তাঁকে প্রশ্ন করতে পারেন তদন্তকারীরা। শুধু তাই নয়, রুজিরার বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে তাও জানতে চাইতে পারে ইডি।
Hindustan TV Bangla Bengali News Portal