প্রসেনজিৎ ধর,কলকাতা :- শুরু হল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচি। সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শোনার জন্য দলীয় স্তরে আগেই ‘দিদিকে বলো’ নামে একটি কর্মসূচি চালু করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। এবার সরকারি স্তরেও চালু করা হল অভাব-অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া। এদিন দুপুরে এই নিয়ে নবান্ন সভাঘর থেকে একটি সাংবাদিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিক সম্মেলন করে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামের নয়া কর্মসূচির সূচনা করে দেন তিনি। জানিয়ে দেন নির্দিষ্ট ফোন নম্বরও। এবার থেকে এই নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন আমজনতা। নম্বরটি ৯১৩৭০৯১৩৭০। সকাল ১০ টা থেকে সন্ধে ৬টার মধ্যে এই নম্বরে অভিযোগ জানালে দ্রুত সুরাহা করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এতদিন অনেকে চিঠি লিখে, ইমেল করে আমার কাছে অভিযোগ জানাতেন। সেটা এবার আরও সহজ হল। মানুষের কথা শোনার জন্য আরও আধুনিক ব্যবস্থা করা হয়েছে। ৫০০ কল সেন্টার তৈরি করা হয়েছে। এছাড়া আমাদের ১০০ জনের বেশি ফিল্ড কর্মী থাকবেন। প্রতিটি অভিযোগ সমান গুরুত্ব দিয়ে দেখা হবে।’জনসংযোগ বৃদ্ধি এবং আমজনতার মন বুঝতে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে ‘দিদিকে বলো’ কর্মসূচি চালু করেছিল তৃণমূল। তা ছিল রাজ্যের শাসকদলের তরফে। পরবর্তী সময়ে ওই একই উদ্দেশে ‘দুয়ারে সরকার’, ‘দিদির দূত’, ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি চলছে রাজ্যজুড়ে। এবার সরাসরি রাজ্য সরকারের তরফে চালু হল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবা। মে মাসেই বাঁকুড়ার পাত্রসায়রে ভার্চুয়াল জনসভা থেকে এই কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ”দিদির দূত’, তৃণমূলে নবজোয়ার যেমন চলছে, চলুক।