Breaking News

রাজ্যে পঞ্চায়েত ভোট ৮ জুলাই, এক দফাতেই নির্বাচন!শুক্রবার থেকেই শুরু মনোনয়ন পেশ

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- ৮ জুলাই রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট,সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এদিন তিনি বলেন,’রাজ্য সরকারের সঙ্গে কথা বলে ঠিক হয়েছে আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। আগামিকাল থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার দিন শেষ দিন। ১৭ জুন অবধি চলবে। ২০ জুন অবধি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।’

নির্বাচন কমিশনার জানিয়েছেন, আজ থেকে গোটা রাজ্যে আদর্শ আচরণবিধি চালু হচ্ছে। ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন ।রাজ্য পুলিশ না কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট? রাজ্য সরকারের সঙ্গে কথা বলে সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন । দার্জিলিং-কালিম্পংয়ে দ্বিস্তরীয় ও বাকি রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, সবই হবে একই দিনে ৮ জুলাই। গত ২০১৮-র ১৪ মে রাজ্যে একদফাতেই হয়েছিল পঞ্চায়েত ভোট। জেলা পরিষদের ৯২৮টি আসনে ভোট হবে বলে ঘোষণা করা হয়েছে। ৩৪১টি পঞ্চায়েত সমিতির ৯হাজার ৭৩০টি আসনে ভোট হবে। ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি কেন্দ্রে ভোট। বুধবারই রাজ্য নির্বাচন কমিশনার পদে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার রাজীব সিনহা। বেশ কয়েকদিন ধরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে নানা প্রশ্ন রাজ্য প্রশাসনের অন্দরে ঘুরপাক খাচ্ছিল। শেষমেশ গোটা রাজ্যের জন্য ত্রিস্তরীয় এবং দার্জিলিং ও কালিম্পঙ জেলার জন্য দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।নির্বাচন কমিশনার জানিয়েছেন, রাত ১০টা থেকে সকাল ৭টা অবধি কোনও রাজনৈতিক দল ভোটের প্রচার করতে পারবে না। এর পাশাপাশি নির্বাচনের আগের ৪৮ ঘণ্টা কোনও রাজনৈতিক দল প্রচার করতে পারবে না। নির্বাচন কমিশনার জানিয়েছেন, ১০ জুন পঞ্চায়েতের ভোট ঘোষণা হবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *