প্রসেনজিৎ ধর,কলকাতা :- কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলের হাত ধরার পর সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের সাফ দাবি ছিল, তিনি কংগ্রেসের ভোটে জেতেননি। জিতেছিলেন নিজের নাম এবং ভাবমূর্তিতে। এবার যেন এই বাইরনকেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রোল মডেল করতে চাইছে তৃণমূল। সেই সুরই কুণালের গলায়। এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বললেন, “তৃণমূল সব জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা পাবে। ফলে দু-চারজন অন্য প্রতীকে জেতেন তাঁরা তো এটা অনুভব করবেন। বাইরনের অনুভূতি তো সংক্রমিত হবে। আর মানুষই কেন অন্য চিহ্নে ভোট দেবে? তৃণমূলে দিলে সরাসরি তৃণমূল জিতবে। অন্য চিহ্নে দিলে ভোটের পরে জয়ীরা তৃণমূলে আসবে। ফলে অন্য চিহ্নে দিয়ে কী লাভ?” প্রসঙ্গত, একুশের বিধানসভা ভোটে জোট বেঁধে লড়েও বিশেষ সুবিধা করতে পারেনি বাম-কংগ্রেস। একটি আসনেও জেতেনি দুই দল। পাশাপাশি ভাঙড় জিতে সংযুক্ত মোর্চার মুখ রক্ষা করে আইএসএফ।