দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-আগামী ১৩ জুন, মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকলো রাজ্য নির্বাচন কমিশন। স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে এই বৈঠকে। সেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হবে। শোনা হবে সমস্ত রাজনৈতিক দলের কথা। কমিশন সূত্রে খবর।এর আগে বিরোধী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, সর্বদলীয় বৈঠক না করে একতরফা ভাবে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে ভোটের দিন ঘোষণা করেছে।শুভেন্দুর বক্তব্য ছিল, কোনওরকম সর্বদলীয় বৈঠক না করেই একতরফাভাবে ভোট ঘোষণা করা হয়েছে। যদিও কমিশনের তরফে জানানো হয়েছিল, পরবর্তী সময়ে সর্বদলীয় বৈঠক ডাকা হবে। সেই মতো আগামী ১৩ জুন সর্বদলীয় বৈঠকের আয়োজন করছে রাজ্য নির্বাচন কমিশন।উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে অব্যবস্থার অভিযোগ গতকাল থেকেই তুলে আসছে বিরোধী দলগুলি। মনোনয়ন জমা দিতে গিয়ে বিরোধীদের বাধার সম্মুখীন হতে হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।