প্রসেনজিৎ ধর :- সবে মাত্র প্রকাশিত হয়েছে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট। আর তার মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলায় বড় ধাক্কা খেল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি | পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ভাঙন ধরল। তিনবারের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা বিজেপি-র পর্যবেক্ষক বিজন দাস তৃণমূলে যোগদান করলেন। মনোনয়ন জমার প্রথম দিন নন্দীগ্রামে শুভেন্দুর গড়ে বিজেপিতে ভাঙন দেখা দিল।বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী অনুগামীদের দৌরাত্ম্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। নন্দীগ্রাম ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁকে বরণ করে নেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযূষকান্তি ভূঁইয়া, যুব তৃণমূল সভাপতি আসগর আলি, নন্দীগ্রাম এক নম্বর ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ-সহ অনেকে। পঞ্চায়েত নির্বাচনের আগে নন্দীগ্রামে বিজেপির প্রথম সারির নেতাকে দলে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল শিবিরে।বিজন বলেন,”আত্মমর্যাদা নিয়ে আর বিজেপি করা যাচ্ছে না। শুভেন্দু অনুগামীদের দৌরাত্ম্য দলের শেষ করছে।