দেবরীনা মণ্ডল সাহা :-তৃণমূলে নবজোয়ার যাত্রা’র ৪৫ তম দিন শনিবার। উত্তর ২৪ পরগণা জেলায় একাধিক রোড শো করেন তিনি। তৃণমূলের নজরে মতুয়া ভোট। আগামিকালও ঠাসা কর্মসূচি রয়েছে সবুজ শিবিরের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের |প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ও ২০২১ সালের বিধানসভা দুটি ভোটেই এখানে ফল খারাপ হয়েছিল তৃণমূলের। হাতছাড়া হয়েছিল মতুয়া ভোট৷ সেই এলাকাতেই এবার জনসংযোগ যাত্রা সারলেন অভিষেক৷এদিন তিনি বলেন, ‘‘জনসংযোগ যাত্রার ৪৫তম দিন আজ৷ উত্তর ২৪ পরগনার হাজার হাজার মানুষ আন্তরিক উষ্ণ অভ্যর্থনার মধ্যে দিয়ে আমাকে তাঁদের জেলায় স্বাগত জানালেন। গোটা এলাকা জুড়েই আজ উৎসবের ছবি, রঙিন পোশাক, দলের প্ল্যাকার্ড, ফেস্টুন, পোস্টার, বেলুন নিয়ে প্রবল উৎসাহে অপেক্ষা করছিলেন বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ মানুষ।
তৃণমূল কংগ্রেসের প্রতি ভরসা আর বিশ্বাস থেকেই আমজনতার এই সহজাত জমায়েত – জানিয়েছেন স্থানীয়রা নিজেরাই। এইরকম একটা সৌহার্দ্যমূলক স্বাগত অনুষ্ঠানে থাকতে পেরে আমি ধন্য হয়েছি।’’মতুয়া অধ্যুষিত অঞ্চলে গত লোকসভা এবং বিধানসভা ভোটে ভালো ফল হয়নি জোড়াফুল শিবিরের। তাই আজ থেকেই তিনি মতুয়াগড়ে শুরু করলেন জনসংযোগ। গত শুক্রবার নদিয়ার নাকাশিপাড়ায় রোড শো করেছিলেন অভিষেক। আজ করলেন উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির কাঁপা মোড়ে। ঠাসা কর্মসূচি ছিল বনগাঁ দক্ষিণে। আগামিকাল এবং পরশু তাঁর একাধিক কর্মসূচি রয়েছে মতুয়া গড়েই। রোড শো করবেন বনগাঁ উত্তরে। তবে পদযাত্রা করলেও তিনি করছেন না অধিবেশন। কারণ, নির্বাচন বিধি শুরু হয়ে গিয়েছে। আজ চাঁদপাড়ায় রাত্রিবাস করবেন তিনি। ১১ জুন যাবেন ঠাকুরবাড়িতে। চাঁদপাড়া এবং বসিরহাটে ২টি সভা করবেন অভিষেক। তাঁর বক্তব্যে উঠে আসতে পারে নাগরিকত্ব ইস্যু। উল্লেখ্য, বিজেপি এবং কেন্দ্রের ওপরে এই ইস্যুতে ক্ষোভ আছে মতুয়াদের একটি বড় অংশের।