দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ চড়েছে। এরই মধ্যে বারে বারে লোডশেডিং| বিগত কয়েকদিনে এই সমস্যার জেরে ঘাম ছুটছে আমজনতার। আর এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ খুঁজতে সোমবার দুপুরে বিদ্যুৎ ভবনে হাজির হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে নিশানা করলেন রাজ্যকে।সোমবার বিদ্যুৎ ভবনের বণ্টন দফতরে যান শুভেন্দু অধিকারী। তবে তিনি একা ছিলেন না। বিদ্যুৎ ভবনে শুভেন্দুর সঙ্গে গিয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, তাপসী মণ্ডল সহ আরও অনেকেই। সেখানে দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। কেন এত লোডশেডিং হচ্ছে? এত বিদ্যুতের ঘাটতি কেন?
এমন নানা প্রশ্ন করেন তিনি। এমনকি আধিকারিকদের সামনে একটি পরিসংখ্যান তুলে ধরেন শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতা বলেন, ‘‘পশ্চিমবঙ্গ জুড়ে সারা দিনে ৩ থেকে ৪-৫ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ দফতরের ইঞ্জিনিয়াররা তথ্য দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটাও তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারেননি। উল্টে কোলাঘাট, ব্যান্ডেলে বন্ধ করেছেন।’’ এর পর, গত কয়েক দিন ধরে ধরে বিদ্যুতের ঘাটতির পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু বলেন, ‘‘এই ঘাটতি মেটাতে লোডশেডিং করে বাংলার মানুষকে গরমে কষ্টে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন।’’সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “প্রতিদিন বিদ্যুতের ঘাটতি বাড়ছে। আসলে পাওয়ার জেনারেশন বন্ধ রাজ্যে। কয়লা কিনতে পারছে না। এই সরকারের আমলে একটাও নতুন পাওয়ার স্টেশন হয়নি।”
Hindustan TV Bangla Bengali News Portal