দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙড়। মঙ্গলবারের পর বুধবারও সংঘর্ষের ছবি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতির মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে হাজির হলেন নওশাদ সিদ্দিকী। বুধবার দুপুরেই নবান্নে প্রবেশ করতে দেখা যায় আইএসএফ নেতাকে | সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চেয়েই এদিন নবান্নে গিয়েছিলেন তিনি।
তবে কথা বলার সুযোগ পাননি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে, চিঠি দিয়েই বেরিয়ে গিয়েছেন।আজ দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ নবান্নে এসে নওশাদ সিদ্দিকী পুলিশ আধিকারিকদের জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তারপরে অপেক্ষা করেছিলেন প্রায় ৩৫ মিনিট। তবু দেখা হলো না। নওশাদ নবান্ন থেকে বেরিয়ে আসেন পৌনে চারটে নাগাদ। অবশেষে ভাঙড়ের উদ্দেশে ফিরতে হলো তাঁকে। এদিন আইএসএফ বিধায়ক জানিয়েছেন, আসার আগে মুখ্যমন্ত্রীকে মেইল করেছিলেন তিনি। বলেন, ‘অভিভাবিকার সঙ্গে দেখা করতে এসেছিলাম’। নবান্ন সূত্রে খবর, ব্যস্ততার জন্য মুখ্যমন্ত্রী সময় দিতে পারেননি নওশাদকে।নবান্ন থেকে বেরিয়ে ভাঙড়ের বিধায়ক বলেন, “ভাঙড়ের বিরোধী থেকে সাধারণ মানুষ সবাই অতিষ্ট। তাই জনপ্রতিনিধি হিসেবে অভিভাবিকার কাছে সব জানাতে এসেছিলাম। আজও যেভাবে শওকত সাহেব, আরাবুল সাহেব ব্লক অফিস ঘিরে ফেলেছেন, তাতে আইএসএফ মনোনয়ন দিতে পারছে না। মনে হল, মুখ্যমন্ত্রীকে জানানো দরকার।” তিনি আরও বলেন, “আমি যে তৃণমূল করে তারও জনপ্রতিনিধি, আইএসএফ-এরও। আমি চাই প্রত্যেক দলই সুরক্ষিত থাকুক।”