Breaking News

মনোনয়নের শেষদিন আদিবাসী সংগঠনের ডাকা বনধ-এর প্রভাব পড়ল একাধিক জেলায়!নাকাল মানুষজন

দেবরীনা মণ্ডল সাহা :-রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের শেষদিন আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বনধ ও রেল অবরোধের আংশিক প্রভাব পড়ল রাজ্যের একাধিক জেলায়। যার ফলে মনোনয়ন প্রক্রিয়া নিয়েও চিন্তা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।বৃহস্পতিবার আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা ১২ ঘণ্টার ভারত বনধে, পুরুলিয়া জেলা জুড়ে ব্যাপক প্রভাব পড়ল। রেলের আদ্রা আসানশোল শাখার মধুকুন্ডা স্টেশনে ওই সংগঠনের কর্মী–সমর্থকরা রেল অবরোধ করেন। আজ সকাল থেকেই তারা রেল লাইনের উপর মিছিল করে বিক্ষোভ দেখান। সারনা ধর্ম কোড স্বীকৃতি–সহ একাধিক দাবিতে এই বনধ ডাকা হয়েছে। মধুকুন্ডা স্টেশনে আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের আন্দোলনের জেরে রেলের ওই শাখায় একাধিক প্যাসেঞ্জার ট্রেন বাতিল এবং বেশকিছু ট্রেনকে অন্য রুটে চালাতে হচ্ছে।

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বনধের প্রভাব পড়েছে। তবে মালদা, দক্ষিণ দিনাজপুরেও প্রভাব পড়েছে। আজ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সেখানে এমন বনধে এই কাজেও প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আদিবাসী সেঙ্গেল সংগঠনটি জঙ্গলমহলে বেশ প্রভাবশালী। তার মধ্যে দক্ষিণ বাঁকুড়ায় এদের প্রভাব যথেষ্ট রয়েছে। তাই প্রভাব রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রামে। মালদহ, দক্ষিণ দিনাজপুরেও প্রভাব পড়েছে। পরিস্থিতি বেগতিক দেখে আদ্রা ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭টি ট্রেন বাতিল করা হয়েছে। তিনটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। একটি ট্রেন রুট সংক্ষিপ্ত করা হয়েছে।অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলাতেও এদিন সকাল থেকে বনধ পালিত হচ্ছে। বনধের জেরে বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে কোনও বেসরকারি বাস চলাচল করছে না। বন্ধ রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট। বেসরকারি বাস চলাচল না করলেও সরকারি বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল করছে। তবে সরকারি বাসে যাত্রী সংখ্যা নগণ্য। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বাঁকুড়া সারেঙ্গা ও বাঁকুড়া রাইপুর রুটেও বেসরকারী বাস চলাচল বন্ধ আছে। তার ফলে চূড়ান্ত নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রী ও সাধারণ মানুষকে। আদিবাসী সেঙ্গেল অভিযান নামের সংগঠন মোট ৬ দফা দাবিতে বৃহস্পতিবার ভারত বনধের ডাক দিয়েছে। এই দাবিগুলির মধ্যে অন্যতম হল কুড়মিদের আদিবাসী মর্যাদা না দেওয়া। আদিবাসী সেঙ্গেল অভিযান নামের সংগঠনটি জঙ্গলমহলের একাধিক জায়গায় প্রভাবশালী। এর মধ্যে দক্ষিণ বাঁকুড়ায় এদের ভাল প্রভাব রয়েছে। এছাড়াও প্রভাব রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রামে। মালদহ, দক্ষিণ দিনাজপুরেও প্রভাব রয়েছে সংগঠনটির।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *