প্রসেনজিৎ ধর :- ভাঙড়, ক্যানিং, মুর্শিদাবাদের ডোমকলের অশান্তির পরে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল চোপড়া | মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় চোপড়ায় বাম কংগ্রেস প্রার্থীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল | শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলিতে জখম হয়ে একজনের মৃত্যু হয়েছে | আহত আরও ২ বাম কংগ্রেস-কর্মী |স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাম কংগ্রেস প্রার্থীরা এদিন মিছিল করে চোপড়ার বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন | বাম-কংগ্রেস সমর্থকদের দাবি, সেই সময় কয়েকজন তৃণমূলের দুষ্কৃতী তাঁদের মিছিল লক্ষ্য করে গুলি চালায় | বিডিও অফিস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে৷ মনোনয়নের শেষ বেলায় রক্তাক্ত হল উত্তর দিনাজপুরের চোপড়া | অভিযোগ, মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন বাম-কংগ্রেস প্রার্থীরা | পথে তাদের উপরে হামলা করা হয় বলে অভিযোগ | গতকাল থেকেই বাম-কংগ্রেস প্রর্থীরা অভিযোগ করছিলেন, তাদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে |
বিডিও অফিস ঘিরে রাখা হয়েছে | মনোনয়ন জমা দেওয়ার কোনও উপায় নেই | গতকাল এ নিয়ে প্রতিবাদ করেছে বিজেপি| আজ বাম-কংগ্রেসের কয়েক হাজার সমর্থক দাসপাড়া এলাকায় থেকে রওনা দেয় চোপড়ার উদ্দেশ্যে | জানা গিয়েছে, চোপড়ার লালবাজার এলাকায় যখন কংগ্রেস এবং বামফ্রন্টের নেতারা মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছিলেন, তখন কাঠালবাড়ি এলাকায় তাঁদের মিছিল লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চলে | এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে একজন কংগ্রেস কর্মীর | আহতদের নিয়ে যাওয়া হয়েছে দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ | এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা |