দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারের সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশ, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে তিন দিন ধরে ওই ফুটেজ সংগ্রহ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সিবিআইকে জেলের সিসিটিভি ফুটেজের কপি দিতে। তবে ফুটেজ কপি করার সময় ঘটনাস্থলে থাকবেন হাইকোর্টের টেকনিক্যাল টিমের সদস্য। তারপর সেটা ফের কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা থাকবে। সিবিআই জানিয়েছে, ফুটেজ রয়েছে তিনটে হার্ড ডিস্ক এবং একটি ফ্লাশ ড্রাইভে।