দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারের সিসিটিভি ফুটেজ সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশ, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছ থেকে তিন দিন ধরে ওই ফুটেজ সংগ্রহ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সিবিআইকে জেলের সিসিটিভি ফুটেজের কপি দিতে। তবে ফুটেজ কপি করার সময় ঘটনাস্থলে থাকবেন হাইকোর্টের টেকনিক্যাল টিমের সদস্য। তারপর সেটা ফের কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা থাকবে। সিবিআই জানিয়েছে, ফুটেজ রয়েছে তিনটে হার্ড ডিস্ক এবং একটি ফ্লাশ ড্রাইভে।
পুরোটা কপি করতে অন্তত তিনদিন সময় লাগবে। তাই পুরো প্রক্রিয়া শেষ করতে চারদিন সময় দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি ২৩ জুন।প্রাক্তন তৃণমূল যুবনেতা কুন্তলের চিঠির পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে জেরা করতে পারবে সিবিআই। এই নির্দেশেই বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রেসিডেন্সি জেলের সুপারের কাছ থেকে সিসিটিভি ফুটেজ তলব করেছিলেন। সেই ফুটেজ হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে জমা ছিল।অভিষেককে জিজ্ঞাসাবাদ করার পর জেলের ফুটেজ চেয়ে হাইকোর্টে আবেদন করে সিবিআই। সোমবার আদালত সেই আর্জিতে সাড়া দিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal