প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় ফ্ল্যাট থেকে উদ্ধার মা ও মেয়ের মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কেষ্টপুরের প্রফুল্ল কানন এলাকায় ঐকতান অ্যাপার্টমেন্টে | জানা গিয়েছে মায়ের নাম গোপা রায় ও মেয়ের নাম সুদেষ্ণা রায়। সোমবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলেই খবর।এটা খুন,নাকি আত্মহত্যা?গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার কাজ শুরু হয়েছে। বিধাননগরের কেষ্টপুরে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা পুলিশকে ভাবিয়ে তুলেছে।
বাড়িতে কেউ ছিল কিনা সেটা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।স্থানীয় সূত্রে খবর, এই আবাসনের তিন তলার ফ্ল্যাটে থাকতেন মা গোপা দাস এবং মেয়ে সুদেষ্ণা দাস। গোপার দাদাও এই ফ্ল্যাটে থাকতেন। যদিও তিনি এদিন বাড়িতে ছিলেন না। মেয়ে সুদেষ্ণা রায় এবং মা গোপা রায় তার দাদার সঙ্গে ঐকতান ফ্ল্যাটে ভাড়া থাকতেন। গেটের তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। মেয়ের মামা সকালে তাঁদের একাধিকবার ফোন করেছিলেন। কিন্তু তিনি পাননি। তখন তিনি ওখানের নিরাপত্তারক্ষীকে ফোন করে ওদের খবর দিতে বলেন। নিরাপত্তারক্ষী খবর দিতে গিয়েই এই ঘটনা দেখতে পান।এরপর খবর পেয়ে মেয়ের মামা সোমবার সকালে ফ্ল্যাটে ছুটে আসেন। এসে এই অবস্থায় দেহ দুটি পড়ে থাকতে দেখতে পান। নিজের বোন এবং বোনঝির দেহ মেঝেতে পড়ে রয়েছে দেখে তিনি পুলিশে খবর দেন। দাদা গৌতম দে বিধাননগর পুরসভার অস্থায়ী কর্মী। গতকাল রবিবার তিনি তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তিনি খবর পেয়ে তড়িঘড়ি বাড়িতে ফিরে এসে দেখেন মা ও মেয়ে দু’জনেই মৃত অবস্থায় পড়ে আছেন। পুলিশ তাঁর সঙ্গেও কথা বলছে। কোথাও একটা মিসিং লিঙ্ক আছে বলে পুলিশ মনে করছে| দু’জনের দেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মা–মেয়ে আত্মহত্যা করেছেন, না কি মৃত্যুর নেপথ্যে অন্য ঘটনা আছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal