সৃজিতা মুখার্জি :- কিছুদিন আগেই দুজন ছিলেন হরিহর আত্মা। একাধিক বৈঠকে তাঁদের বন্ধুত্বের কথা বহুবার চর্চায় এসেছে। বলা চলে দুজনেই ঘনিষ্ঠ বন্ধু, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী। এই দুই ব্যাক্তির সু সম্পর্কের কথা তো সর্বজনবিদিত। কিন্তু সেসব এখন অতীত, হোয়াইট হাউসের মসনদে এখন জো বাইডেন। আর এবার কিনা প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে বাইডেনকে নির্বাচনের পর টুইটে অভিনন্দন জানিয়েছিলেন মোদী। কিন্তু সেভাবে দুজনের কোন কথা হয়নি, তবে এদিন নরেন্দ্র মোদী টুইট করে জানান, আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা হয়েছে।
মোদী আরো জানিয়েছেন, “বাইডেনের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছি। আমরা আঞ্চলিক সমস্যা এবং আমাদের যৌথ প্রাধান্যের বিষয়ে কথা হয়েছে। আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে একে ওপরের সহযোগিতা বাড়াতে ও এগিয়ে নিতে যেতে সহমত হয়েছি”।