প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতিতে তৎপর সিবিআই। এবার ৭ দিনের ব্যবধানে ফের শিক্ষাসচিবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী শুক্রবার শিক্ষাসচিব মণীশ জৈনকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছেন আধিকারিকরা। আধিকারিকদের দাবি, শিক্ষাসচিবের কাছ থেকে নিয়োগ দুর্নীতি মামলার গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হতে পারে।১৫ জুন মণীশ জৈনকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, শিক্ষাসচিবের জবাবে সন্তুষ্ট নয় সিবিআই। নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সিবিআই সূত্রে খবর। সেই সমস্ত নথি কোথায় গেল?
জানতে চায় সিবিআই। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের কাছে দাবি করেছেন যে মণীশ জৈন তাঁর কাছে নথি পাঠাতেন। সেই বিষয়েই মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। প্রসঙ্গত, গত বছরেই নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই মনীশ জনকে নিজাম প্যালেসে তলব করেছিল। এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে জেরা করা হয়েছিল তাঁকে। অন্যদিকে, ইডির চার্জশিটে নাম রয়েছে রাজ্যের বর্তমান শিক্ষা সচিব মনীশ জৈনের। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে যুক্ত ছিলেন শিক্ষা সচিব। ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউ আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন মনীশ জৈন। যদিও এই অভিযোগ মানতে রাজি নন শিক্ষা সচিব মণীশ জৈন। এপ্রসঙ্গে তিনি দাবি করেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কখনওই তাঁকে কোনও ইন্টারভিউ আয়োজন করার কথা বলেননি।জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই জুন মাসে তলব করা হয় মণীশ জৈনকে। কিন্তু সেইদিন মণীশকে জেরা করে পাওয়া তথ্যে খুশি নন তদন্তকারীরা। তাই ফের ৭ দিনের মাথায় ফের তাঁকে তলব করল সিবিআই। আগামী শুক্রবার অর্থাৎ ২৩ তারিখ তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে।