Breaking News

২৩ জুন বিহারের পাটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠক! বৈঠকে মমতার সঙ্গে থাকবেন অভিষেকও

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে আগামী ২৩ জুন বিহারের পাটনায় বিজেপি বিরোধী দলগুলির বৈঠক। সেই বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,এমনটাই খবর তৃণমূল সূত্রের।বিরোধীদের সম্মিলিত বৈঠকের আয়োজক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হলেও সেখানে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই মধ্যমণি। মমতার ফর্মুলার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই মমতা পাটনা পৌঁছে যাবেন বলে জানা গিয়েছে। তাঁর সঙ্গেই যাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় স্তরের শীর্ষস্তরের নেতানেত্রীদের বৈঠকে অভিষেকের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ।

যদিও এর আগে দিল্লিতেও অভিষেক বিরোধীদের বৈঠকে মমতার সঙ্গে উপস্থিত ছিলেন।শুক্রবার বেলা ১১টা থেকে পাটনার ১ নম্বর অ্যানে মার্গে নীতীশের সরকারি বাসভবনের অন্দরে সভাগৃহে বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক চলতে পারে বিকেল পর্যন্ত। সূত্রের খবর, যেহেতু নীতিশ কুমার এই বৈঠক ডেকেছেন তাই বৈঠকের সূচনা করতে পারেন তিনি। কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধির যোগ দেওয়ার কথা। বৈঠকে নীতীশের পরেই খাড়গে, মমতা, শরদ পাওয়ারদের বক্তব্য পেশ করার কথা রয়েছে। নিজের বক্তব্য রাখবেন রাহুল গান্ধিও।বৈঠকের আলোচ্য সূচিতে কী কী রয়েছে, তা নিয়ে এখনই বিশদে মুখ খুলেত চাইছেন না কেউই। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “বিরোধীরা সকলেই তিনটি বিষয়ে সহমত হয়েছি। যা অত্যন্ত ইতিবাচক। বৈঠকের তারিখ, স্থান এবং সমস্ত রাজনৈতিক দলের প্রধানরাই বৈঠকে উপস্থিত থাকবেন। একইভাবে এটাও ঠিক হয়েছে যে, আগামী বৈঠকের স্থান ও তারিখ পাটনাতেই চূড়ান্ত হবে। এর বাইরে কেউ যাতে কিছু অনুমান না করেন সেই পরামর্শই দেব।”
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *