দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলাদেশি নাগরিক নথি জাল করে শুধু অবৈধভাবে বসবাস করছেন তাই নয়, নথি জাল করে রাজ্যের একটি স্কুলে শিক্ষকতাও করছেন। এমনই অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলায় অভিযুক্ত শিক্ষকের বেতন বন্ধ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই শিক্ষকের নাম উৎপল মণ্ডল। বর্তমানে তিনি চাকরি করছেন দক্ষিণ দিনাজপুরের একটি স্কুলে। বেতন বন্ধের পাশাপাশি ওই শিক্ষক যাতে স্কুলে ঢুকতে না পারেন সেই নির্দেশও দিয়েছেন বিচারপতি।মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় প্রাথমিকে কর্মরত ওই বিতর্কিত শিক্ষকের বেতন বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেতন বন্ধের পাশাপাশি, অভিযুক্ত ওই শিক্ষক যাতে স্কুলে ঢুকতে না পারেন দক্ষিণ দিনাজপুর জেলার স্কুল পরিদর্শককে (ডিআই) তাও নিশ্চিত করতে বলেছে আদালত। একই সঙ্গে, আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানিতে অভিযুক্ত ওই শিক্ষক উৎপল মণ্ডলের আদালতে হাজিরা নিশ্চিত করতে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।