প্রসেনজিৎ ধর :- পঞ্চায়েত নির্বাচনের আগে আইনি বিপাকে নওশাদ সিদ্দিকি। ভাঙড়ে তৃণমূল কর্মী রাজু নস্কর খুনে আইএসএফ বিধায়ক-সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা রুজু। দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানায় মামলা দায়ের হয়েছে। নওশাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩০২-সহ আরও একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।মনোনয়ন পর্ব ঘিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়,দফায় দফায় ছড়িয়েছিল উত্তেজনা | মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে হিংসা চরম পর্যায়ে পৌঁছয়| ঘাসফুল শিবিরের দাবি ভাঙড়ে অশান্তির মাঝে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর। তৃণমূল কর্মী রাজু নস্কর খুনের ঘটনায় ভাঙড়ের আইএসএফ বিধায়কের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ভাঙড়ের হাটগাছা এলাকার বাসিন্দা ঋত্বিক নস্করের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করানোর জন্য যাওয়ার পথে ১৫ জুন শ্বশুর রাজু নস্করকে পিটিয়ে খুন করে এক দল দুষ্কৃতী। এই হামলার নেপথ্যে নওশাদের চক্রান্ত এবং প্ররোচনা রয়েছে। সেই ঘটনাতেই নৌশাদ সিদ্দিকির বিরুদ্ধেও খুনের মামলা করেছে পুলিশ।