দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-সৌদি আরবে বসেই পঞ্চায়েত ভোটের মনোনয়ন? কীভাবে সম্ভব? তা নিয়ে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে| মামলাটি ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। বিচারপতি সিনহার একক বেঞ্চ সেই মামলায় এবার কমিশনকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল। ঠিক কী হয়েছিল, কোন প্রক্রিয়ায় মনোনয়ন জমা নেওয়া হয়েছিল, সেখানে কারা সই করেছেন… সেই সব বিষয়গুলি খতিয়ে দেখতে বলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে। তদন্ত করে ২৮ জুনের মধ্যে কমিশন আদালতে সেই রিপোর্ট জমা দেবে।উল্লেখ্য, উত্তর ২৪ পরগনার মিনাখার কুমারজলিতে এবার পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা করেছেন মহরুদ্দিন গাজি নামে এক ব্যক্তি।
তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন তিনি। আর তাঁর প্রার্থী পদ ঘিরেই উঠতে শুরু করেছে একগাদা প্রশ্ন। দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি ৪ জুন হজের জন্য সৌদি আরবে গিয়েছেন। তাহলে কীভাবে তিনি মনোনয়ন জমা দিলেন? সৌদি আরবে বসে একজন কীভাবে ভোটের মনোনয়ন জমা দিলেন তা নিয়ে প্রশ্ন তুলে আদালতে মামলা করা হয়েছিল। মামলাকারীর দাবি ছিল, যাতে ওই ব্যক্তির মনোনয়ন বাতিল করে দেওয়া হয় এবং গোটা বিষয়টি যাতে কোনও স্বাধীন সংস্থাকে দিয়ে তদন্ত করানো হয়।অভিযোগ, ওই তৃণমূল প্রার্থী গত ৪ জুন হজ করতে সৌদি আরবে গিয়েছেন | ফিরবেন আগামী ১৬ জুলাই | ফলে কোনওভাবেই সশরীরে উপস্থিত থেকে তাঁর পক্ষে মনোনয়ন দাখিল করা সম্ভব ছিল না| মামলাকারী অভিযোগ করেন, একমাত্র বিডিও বা রিটার্নিং অফিসারের সঙ্গে যোগসাজস থাকলেই ওই প্রার্থীর পক্ষে মনোনয়ন জমা সম্ভব | কারণ পঞ্চায়েতে নির্বাচনে অনলাইনে মনোনয়নের কোনও সুযোগ নেই| এই সমস্ত অনিয়মের কথা তুলে ধরেই জরুরি মামলার আবেদন করা হয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে | সেই আবেদন মঞ্জুর করেন বিচারপতি সিনহা | আগামী ২৮ জুন তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার| ওইদিনই মামলার পরবর্তী শুনানি | রিপোর্ট খতিয়ে দেখে মনোনয়ন বাতিল হবে কিনা, সে নির্দেশ দেবে হাইকোর্ট |
Hindustan TV Bangla Bengali News Portal