দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন কুন্তল ঘোষ। তিনি সম্প্রতি একটি চিঠি লিখেছেন,যা প্রেসিডেন্সি জেলের সুপার এবং হেস্টিংস থানাকে পাঠিয়ে ছিলেন কুন্তল ঘোষ। সেই চিঠির মামলায় এবার প্রেসিডেন্সি জেলের চিকিৎসককে তলব করল সিবিআই। আগামী সোমবার নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, প্রেসিডেন্সি জেলের ভিতরে কুন্তল ঘোষের গতিবিধি জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই।
সেই ফুটেজ খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে।কিছুদিন আগে প্রেসিডেন্সি জেলের সুপারকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। কুন্তল ঘোষ নিম্ন আদালতের বিচারক এবং হেস্টিংস থানাকে সরাসরি চিঠি লিখে জানিয়েছিলেন, কেন্দ্রীয় এজেন্সি তাঁকে চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে। তারপর এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং জেলের চিকিৎসককে তলব করা নতুন মোড় নিতে চলেছে বলে মনে করছেন অনেকে।এই চিঠিকে কেন্দ্র করে গত ৯ জুন প্রেসিডেন্সি জেলের সুপারকে তলব করেছিল সিবিআই। এবার জেলের চিকিৎসককে তলব করা হল। সিসিটিভি ফুটেজ সিবিআই পরীক্ষা করলেই বোঝা যাবে চিঠি কুন্তল লিখেছেন নাকি অন্য কাউকে দিয়ে লিখিয়েছেন। তারপর বাকি কথা হবে কলকাতা হাইকোর্টে। এখন দেখার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কোন তথ্য পায় সিবিআই। এমনকী দেখার বিষয় এটাও আগামী ১৪ জুলাই কলকাতা হাইকোর্টে সিবিআই ফুটেজ পরীক্ষা করে কী রিপোর্ট দেয়।