দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কানে বন্দুক ঠেকিয়ে কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করানোর অভিযোগ। দুই কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে ‘চাপ’ আর তারপর থেকেই এক কংগ্রেস প্রার্থীর নিখোঁজ-রহস্য। এবার কংগ্রেস প্রার্থীকে অপহরণের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে কংগ্রেসের তরফে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা।মামলাকারীর দাবি, কানে বন্দুক ঠেকিয়ে জোর করে দুই কংগ্রেস প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়। শুধু তাই নয়, মনোনয়ন প্রত্যাহার করে বেরিয়ে আসতেই একজন নিখোঁজ হয়ে যান।
জানা গিয়েছে সুকুমার মিদ্দা নামে ওই ব্যক্তি হাওড়ার আমতার বাসিন্দা। কাশমুলি থেকে কংগ্রেসের হয়ে ভোটযুদ্ধে লড়ছেন তিনি। গত ২০ জুন থেকে নিখোঁজ হয়ে যান তিনি।পরিবারের তরফ থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। কিন্তু তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকেও সদর্থক কোনও ভূমিকা নেওয়া হয়নি বলে অভিযোগ।এ বিষয় নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে আমতা দু নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ জানানো হয়। তারপরও তদন্তের কোনও অগ্রগতি না হওয়ায় তার জল গড়াল আদালতে। এই গোটা বিষয়টি উল্লেখ করে কংগ্রেসের তরফ থেকে বিচারপতি মান্থার এজলাসে মামলা দায়ের করা হয়। ওই এলাকাতেই তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে মানস মণ্ডল। তাঁর বক্তব্য, “আমি এসবের ব্যাপারে কিছুই জানি না। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পুলিশ তদন্ত করে দেখুক।”
Hindustan TV Bangla Bengali News Portal