Breaking News

রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিংহের নিয়োগের বৈধতাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। সোমবার মামলাটি দায়ের করেছেন আইনজীবী নবেন্দু বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।এর আগের রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কমিশনার হিসাবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম রাজভবনে পাঠায় রাজ্য। কিন্তু রাজভবনের তরফে সেই প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়নি। পরে অবশ্য আরও দুটি নাম পাঠায় রাজ্য সরকার। শেষ পর্যন্ত রাজীব সিনহাকে বেছে নেন রাজ্যপাল। তাঁর নিয়োগে সম্মতি দেন সিভি আনন্দ বোস।গত ৭ জুলাই তাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়।যদিও রাজীবের এই নিয়োগ নিয়ে প্রথম থেকে সরব হয়েছিল বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিন্ধান্ত নিয়ে রাজ্যপালকে নিশানাও করেন। তাঁর বক্তব্য ছিল রাজ্যপাল যদি নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে নিয়োগ না করতেন তবে পরিস্থিতি অন্য রকম হতে পারত।এরই মধ্যে আবার রাজ্যপালের তলবকে কেন্দ্র করে কমিশন-রাজভবন সংঘাতের আবহ তৈরি হয়।

মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলছিল। তাই ব্যস্ততার কারণেও রাজভবনে যেতে পারেননি নির্বাচন কমিশনার। সেই পরিস্থিতিতে ক্ষুব্ধ রাজ্যপাল রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট নিয়ে ফেরত পাঠান। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় রাজ্যপাল-কমিশনারের মধ্যে দুঘন্টার বৈঠকে। রবিবার এই বৈঠক হয় রাজভবনে। এই বৈঠকে জয়নিং রিপোর্ট নিয়েও দুপক্ষের মধ্যে কথা হয় বলে সূত্রে খবর।রাজভবন সূত্রে আরও জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটে বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে রবিবার আলোচনা হয় রাজ্য নির্বাচন কমিশনারের। এখনও পর্যন্ত ভোটের জন্য কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, রাজ্যপালকে তা জানান রাজীব। বৈঠকে রাজ্যপাল পরামর্শ দেন, ‘‘আপনি স্বাধীন ভাবে কাজ করুন। ভোটে অশান্তি কোনও ভাবেই যেন বরদাস্ত না করা হয়। শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে সমস্ত পদক্ষেপ করতে হবে। কমিশনের যেন নিরপেক্ষ ভূমিকা থাকে।’’
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *