Breaking News

মেয়ের বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে লেকটাউনে মর্মান্তিক দুর্ঘটনা!দাঁড়িয়ে থাকা গাড়িতে বাসের ধাক্কায় মৃত্যু একই পরিবারের ৩ জনের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-মেয়ের বিয়ে দিয়ে আর বাড়ি ফেরা হল না ।পথে লেকটাউনে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল একই পরিবারের ৩ জনের।কনের বাবা শিবশংকর রাঠি, দাদা শিবরতন রাঠি ও ঠাকুমা কমলাদেবীর রাঠির মৃত্যু হয়। গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর, লেকটাউন ঘড়ির মোড়ের কাছে ভিআইপি রোডের উপর দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট গাড়িকে পিছন থেকে এসে ধাক্কা মারে ৪৪নং রুটের একটি বাস। প্রথমে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃতেরা তিনজনেই একই পরিবারের। একটি বিয়েবাড়ি থেকে তাঁরা ভোররাতে ফিরছিলেন। সেসময়ই এই মর্মান্তিক কাণ্ড ঘটে। দুর্ঘটনার পর বাসটি নিয়ে সেখান থেকে পালিয়ে যান চালক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসটি বাগুইআটি থেকে উল্টোডাঙ্গার দিকে যাচ্ছিল। সেই সময় লেকটাউন ঘড়ির মোড়ে দাঁড়িয়ে থাকা একটা প্রাইভেট গাড়িকে ধাক্কা মারে ওই বাসটি।

ধাক্কার তীব্রতায় গাড়িটির পিছন একেবারে দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে গিয়েছে। দুর্ঘটনার সময় বাসে কোনও যাত্রী ছিল না। পুলিশ জানিয়েছে, নতুন বাসটি চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল চালক। সেসময়ই এই দুর্ঘটনা়টি ঘটে।লেকটাউন ঘড়ির মোড়ের কাছে ভিআইপি রোডের ওপরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে| সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁটিয়ে দেখছেন লেকটাউন থানার পুলিশ। দুর্ঘটনার সময় পুলিশের পেট্রোলিং ভ্যানে খবর আসে ৪৪ নম্বর একটি নতুন বাস চুরি করে পালাচ্ছে চালক। সেই বাসটির খোঁজ করতে শুরু করে পুলিশ। সেসময় লেকটাউন মোড়ে দুর্ঘটনার খবর পেয়ে আগে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ির আরোহীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশকর্মীরা। একইসঙ্গে ওয়াকিটকিতে বাকিদের অ্যালার্ট করা হয়। ঘাতক বাসটি তড়িঘড়ি পালাতে গিয়ে উল্টোডাঙাতেও গাড়িতে ধাক্কা মারেন। সেখানেই পুলিশ ঘাতক বাসের চালককে গ্রেফতার করে।পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় ৪৪ নম্বর রুটের বাসটিতে কোনও যাত্রী ছিল না। যান্ত্রিক ত্রুটি নাকি অতিরিক্ত গতির জেরে দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *