Breaking News

কাটোয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ি থেকে বোমা তৈরির মশলা উদ্ধার!গ্রেপ্তার তৃণমূল প্রার্থীর স্বামী

প্রসেনজিৎ ধর :- বোমা তৈরির মশলা উদ্ধার হল তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ি থেকে। উদ্ধার বোমা তৈরির বিভিন্ন উপকরণও। ঘটনায় গ্রেফতার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা মিঠুন দাস। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কাটোয়ার আলমপুর গ্রাম পঞ্চায়েতের গুসুম্বা গ্রামে। তবে আরও উল্লেখযোগ্য বিষয়, যাঁর বাড়ি থেকে বোমার মশলা উদ্ধার হয়েছে, সেই তৃণমূল নেতার বক্তব্য, আসলে মাছের খাবার উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে কাটোয়ার আলমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীর স্বামীকে। পুলিশ জানায়, ধৃতের নাম মিঠুন দাস। তাঁকে সোমবার রাতে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে মঙ্গলবার কাটোয়া মহকুমা আদালতে পাঠানো হয়েছে। তাকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে, আলমপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর সংসদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না দাসের বাড়িতে সোমবার দিনভর তল্লাশি চালায় কাটোয়া থানার পুলিশ। অভিযানের পর স্বপ্না দাসের বাড়ি থেকে দেড় কেজি বোমার মশলা, তিন কেজি পেরেক,কয়েক কেজি পাথরের কুচি-সহ প্রচুর সুতলির রশি বাজেয়াপ্ত করে পুলিশ। রাতের দিকে প্রার্থীর স্বামী তথা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা মিঠুন দাসকে পুলিশ গ্রেফতার করে।জানা গিয়েছে, মিঠুন দাসের স্ত্রী স্বপ্না দাস আলমপুর পঞ্চায়েতের ২৩৮ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী।

মিঠুনবাবু মাছের ব্যবসা ও মাছচাষ করেন। তাঁর বসবাসের ঘরের পাশে একটি চালাঘর রয়েছে। সেখানে মাছচাষের জন্য বিভিন্ন প্রয়োজনীয় মালপত্র, মাছের খাবার, ওষুধ ইত্যাদি রাখা থাকে। ওই ঘরের ভিতরেই পুলিশ বেশকিছু বোমার মশলা, বোমা বাঁধার জন্য, পেরেক, পাথরকুচি, সুতলি ইত্যাদি নজরে পড়ে পুলিশের। সেগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি পুলিশের প্রাথমিকভাবে ধারণা, আরও বেশকিছু বোমা বাঁধার মশলা মিঠুন দাসের বাড়িতে ছিল। পুলিশ আসার খবর পেয়ে সেগুলি সরিয়ে ফেলা হয়েছে। জানা গিয়েছে, ২৩৮ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রয়েছেন সিপিএমের প্রার্থী রীনা দাস। তাঁর অভিযোগ, শাসকদলের লোকজন ভোট লুট করার উদ্দেশ্যে এলাকায় বোমা জড়ো করছিল। এটাই তার প্রমাণ। যদিও তৃণমূল প্রার্থী স্বপ্না দাসের দাবি, “আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *