Breaking News

একুশে জুলাইয়ের ব্যাপক প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস !ভোটের আগেই ২১ জুলাইয়ে ‘বিজয় উৎসব’ পালনের ঘোষণা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। তার আগে আজ, বৃহস্পতিবার ইদ উৎসব পালিত হচ্ছে রাজ্যে। আর এই নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার কথা ১১ জুলাই। তবে পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পরই ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস পালন কর্মসূচি। দলের শীর্ষ নেতৃত্ব এখন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তার মধ্যেই শহিদ দিবস নিয়েও ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। এখান থেকে বড় আন্দোলনের ডাক দেওয়া হবে। তবে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বড় ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। সভার জন‌্য পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের তরফে নেত্রীর ছবি দিয়ে পোস্টার প্রকাশ করা হয়েছে। ‘অমর একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো’ শীর্ষক পোস্টার ও হোর্ডিংয়ে প্রধান বক্তা হিসাবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নাম দেওয়া হয়েছে। এই একই হোর্ডিং ও পোস্টার রাজ্যের সর্বত্র পাঠানো হচ্ছে। দলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও পোস্টার বা হোর্ডিংয়েই কোনও ব‌্যক্তি বা জনপ্রতিনিধির নাম দেওয়া যাবে না। শুধুমাত্র প্রচারে স্থানীয় সংগঠনের নাম থাকতে পারে |

আজ, বৃহস্পতিবার ‘জাগো বাংলায়’ পোস্টার প্রকাশ করা হয় একুশে জুলাইয়ের। আর সেখানেই দেখা যাচ্ছে ‘বিজয় উৎসব হবে একুশে জুলাই’ এবং ‘২০২৪ সালের লক্ষ্যে দিল্লি চলোর ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়’ এই দু’টি কথা লেখা রয়েছে। কিন্তু পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হওয়া এবং তার ফলাফল প্রকাশের আগেই বিজয় উৎসবের কথা ঘোষণা করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, পঞ্চায়েত নির্বাচনের কারণে নেতা–কর্মীরা ব্যস্ত। ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন মিটলে শহিদ দিবস ও সমাবেশের জন্য ঝাঁপিয়ে পড়া হবে। গ্রামবাংলার মানুষ পঞ্চায়েত নির্বাচনে ঘাসফুল শিবিরেই আস্থা রাখবেন বলে আশা। আর পঞ্চায়েত নির্বাচনের সেই সাফল্যকে সামনে রেখেই ২১ জুলাই হবে বিজয় উৎসব। এই নিয়ে কলকাতা পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ১০০টি করে হোর্ডিং দেওয়া হবে। করা হবে পথসভাও। পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশ হওয়ার পর সমাবেশের প্রচার তুঙ্গে উঠবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *