দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে গোটা রাজ্যে। সেখানে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে মনোনয়ন–পর্বের নানা বিষয় নিয়ে মামলা হচ্ছে। ফলে চাপ বাড়ছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের উপর। তারই মধ্যে পুলিশ নিয়ে যাবতীয় মামলা বিচারপতি রাজাশেখর মান্থার হাত থেকে সরে যাচ্ছে।জুলাই মাস থেকে ডিভিশন বেঞ্চে বসবেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তাঁর সঙ্গে থাকবেন বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্য।
শুনবেন পরিবহণ সংক্রান্ত বিভিন্ন বিচার্য বিষয়ের মামলা। বুধবার হাই কোর্ট প্রশাসনের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।তবে এবার থেকে পুলিশ নিয়ে যাবতীয় মামলা শুনবেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেক্ষেত্রে রাজাশেখর মান্থার কাছ থেকে এই মামলা সরে গেল। এমনকী কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের মামলার বিচার্য বিষয়েও বদল করা হচ্ছে। তবে প্রাথমিক শিক্ষার মামলাগুলি থাকছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছেই।অন্যদিকে এই মামলা আসা এবং সরে যাওয়া নিয়ে বিচারপতিরা একেবারেই চিন্তিত নন। কারণ প্রত্যেকটি মামলাই তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। মানুষ বিপদে পড়েই তো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তবে রাজনৈতিক মামলার চাপ বাড়ায় বিচারপতিদের ভাগাভাগি করেই সব শুনতে হচ্ছে। আগামী ৪ জুলাই থেকে কলকাতা হাই কোর্টের বিচারপতিদের মামলা শুনানির এই বিচার্য বিষয়ে পরিবর্তন হচ্ছে বলে জানা গিয়েছে হাই কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য, এর আগে চলতি মাসের প্রথমেও বহু বিচারপতির বিচার্য মামলায় বদল হয়।