প্রসেনজিৎ ধর, কলকাতা :-কলকাতার পরে এবার নিউটাউনের পালা। কিছুদিন আগেই কলকাতা পুরনিগমের বর্ধিত পার্কিং ফী প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার নিউটাউনে প্রত্যাহার হল ট্রাফিক ফাইন | দুটি ক্ষেত্রেই তৃণমূলের থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী কিছু জানতেন না এই বিষয়ে। তিনি জানতে পারার পরেই তাঁর নির্দেশে দুটি ক্ষেত্রেই প্রত্যাহার হয়েছে পার্কিং ফী ও ট্রাফিক ফাইন । এদিন নিউটাউনের বিষয়টি নিজে ট্যুইট করে জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই ট্যুইটে তিনি আবার মুখ্যমন্ত্রীকেও ট্যাগ করেন।
বৃহস্পতিবার সকালে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে জরিমানা প্রত্যাহারের কথা জানান। টুইটারে তিনি লেখেন, “নিউটাউনের বাজারে ট্রাফিক ফাইন ৫০০ টাকা যেটি এনকেডিএ চালু করেছিল, তা আপত্তিকর, বিভ্রান্তিকর ও জনবিরোধী। মুখ্যমন্ত্রী জানতেন না।” মানুষের হয়রানির কথা জানতে পেরেই মুখ্যমন্ত্রী এই ফাইনের সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল করার নির্দেশ দিয়েছেন বলে জানান তৃণমূল মুখপাত্র। এ বিষয়ে এনকেডিএ-র চেয়ারম্যান দেবাশিস সেনের বক্তব্য, “নিউটাউনে ৫০০ টাকা জরিমানা আমাদের চালু নেই। তবে আমাদের কিছু কিছু জায়গায় পার্কিং জোন রয়েছে। সেখান থেকে পার্কিং চার্জ নেওয়া হয়। নো পার্কিং দেখার বিষয় পুলিশের।” উল্লেখ্য, সম্প্রতি নিউটাউন বাজারে গাড়ি রাখলে ৫০০ টাকা করে জরিমানা করা হচ্ছিল।ইতিপূর্বে কলকাতা পুরসভার তরফে পার্কিং চার্জ বৃদ্ধি করা হয়েছে পুরসভা অধীনস্থ এলাকায়। অস্বাভাবিক ফি বৃদ্ধিতে বিপাকে পড়েছিল আমজনতা। পরে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই ফি প্রত্যাহার হয়। এবার সেই একই ঘটনা ঘটল নিউটাউনেও |