দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগে পড়ে। সেবকে বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করে হেলিকপ্টার। এই ঘটনায় কোমরে এবং পায়ে মারাত্মক চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন। অনেকেরই প্রশ্ন এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী? উত্তর খোদ দিয়েছে মমতা বন্দোপাধ্যায়ই । আজ মুখ্যমন্ত্রী টুইট করেছেন | সেই টুইটে সেদিনের ঘটনা, চোট ও বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।আজ, বৃহস্পতিবার ইদ এবং উল্টোরথ উপলক্ষ্যে একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি চোট নিয়ে কালীঘাটের বাড়িতে চিকিৎসাধীন। তারপরও কানে এসেছে তাঁর স্বাস্থ্য নিয়ে বাংলার মানুষের উৎকণ্ঠার কথা। তাই এবার টুইট করে তিনি লিখলেন, ‘আমার স্বাস্থ্যের উন্নতি নিয়ে মানুষের শুভেচ্ছা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সেবক এয়ারবেসে যেদিন আমার হেলিকপ্টার জরুরি অবতরণ করল সেদিন থেকেই আমি অনেক ঘনিষ্ঠজনের ফোন পেয়েছি।’ এছাড়া আরও অনেক কথা লিখেছেন মুখ্যমন্ত্রী।এদিকে আজ, বৃহস্পতিবার সকালে বড় মসজিদ, নাখোদা মসজিদে, টিপু সুলতান মসজিদে এবং রেড রোডের নমাজে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু চোটের জন্য নমাজে অংশ নিতে পারেননি তিনি। ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।