দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবার উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগে পড়ে। সেবকে বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করে হেলিকপ্টার। এই ঘটনায় কোমরে এবং পায়ে মারাত্মক চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন। অনেকেরই প্রশ্ন এখন কেমন আছেন মুখ্যমন্ত্রী? উত্তর খোদ দিয়েছে মমতা বন্দোপাধ্যায়ই । আজ মুখ্যমন্ত্রী টুইট করেছেন | সেই টুইটে সেদিনের ঘটনা, চোট ও বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।আজ, বৃহস্পতিবার ইদ এবং উল্টোরথ উপলক্ষ্যে একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তিনি চোট নিয়ে কালীঘাটের বাড়িতে চিকিৎসাধীন। তারপরও কানে এসেছে তাঁর স্বাস্থ্য নিয়ে বাংলার মানুষের উৎকণ্ঠার কথা। তাই এবার টুইট করে তিনি লিখলেন, ‘আমার স্বাস্থ্যের উন্নতি নিয়ে মানুষের শুভেচ্ছা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে। সেবক এয়ারবেসে যেদিন আমার হেলিকপ্টার জরুরি অবতরণ করল সেদিন থেকেই আমি অনেক ঘনিষ্ঠজনের ফোন পেয়েছি।’ এছাড়া আরও অনেক কথা লিখেছেন মুখ্যমন্ত্রী।এদিকে আজ, বৃহস্পতিবার সকালে বড় মসজিদ, নাখোদা মসজিদে, টিপু সুলতান মসজিদে এবং রেড রোডের নমাজে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু চোটের জন্য নমাজে অংশ নিতে পারেননি তিনি। ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এদিন বাংলার মানুষের উৎকণ্ঠা কাটাতে টুইটে লেখেন, ‘সকলের আশীর্বাদে এবং চিকিৎসক টিমের দৃঢ়প্রতিজ্ঞ চেষ্টায় সুস্থ হয়ে উঠছি। তাঁদের নেতৃত্বেই বাড়িতে ফিজিওথেরাপি চলছে।’রাজ্যবাসীকে ঈদ ও রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন,’বকরি-ইদ উদযাপনকারী প্রত্যেকের জন্য, এই শুভ উপলক্ষের আনন্দ, ভালবাসা এবং আশীর্বাদে আপনার ঘরগুলি পরিপূর্ণ হোক। আপনাকে এবং আপনার প্রিয়জনকে ইদ মোবারক! উল্টা রথ উপলক্ষে, ভগবান জগন্নাথের ঐশ্বরিক আশীর্বাদ সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।’ এই চোট নিয়ে এখন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে যাওয়াও কার্যত অসম্ভব তৃণমূল সুপ্রিমোর। তাই তিনি ভার্চুয়াল মাধ্যমে দলের কথা মানুষের কাছে পৌঁছে দেবেন বলেই সূত্রের খবর। আগামীকাল মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে বীরভূমে।
Hindustan TV Bangla Bengali News Portal