দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়ের আংটি কাণ্ডে নয়া মোড়। আংটি কাণ্ডে এবার প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ডিআইজি (কারা)। কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে জেল সুপারের বিরুদ্ধে। সেই নিয়ে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেছেন ডিআইজি (কারা)। উল্লেখ্য, এর আগে জেল সুপারের রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছিল ইডির বিশেষ আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের আংটি কাণ্ডের জেরে যে অভিযোগ জমা পড়েছে, তার ভিত্তিতে কী তদন্ত হচ্ছে তা জানাতে হবে আদালতকে। প্রতি ১৫ দিন অন্তর রিপোর্ট জমা দিতে হবে আদালতে |এদিকে, পিছল পার্থ চট্টোপাধ্যায় ও কুন্তল ঘোষের জামিনের মামলা।
আগামী ১৫ জুলাই কুন্তল এবং ২০ জুলাই পার্থর জামিন মামলার শুনানি।গত এপ্রিল মাসে ইডি’র আইনজীবী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি থাকার বিষয়টি বিচারককে জানান। তিনি আদালতে জানান, “জেলের নিয়মানুযায়ী সংশোধনাগারে থাকা কোনও বন্দি অলংকার পরতে পারেন না। তা সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায়ের দু’টি হাতেই আংটি। নিয়মভঙ্গ করে পার্থ প্রমাণ করেছেন তিনি ঠিক কতটা প্রভাবশালী।” জেলবন্দি পার্থর হাতে কীভাবে আংটি, তা জানতে প্রেসিডেন্সি জেল সুপারকে তলব করেন বিচারক।এবার প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন কারাদপ্তরের ডিআইজি। তবে আদালতে আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের আংটি খোলার চেষ্টা করা হয়। কিন্তু জোর করে আংটি খুললে ক্ষতি হতে পারত। আইজি কারার রিপোর্ট অনুযায়ী জেল সুপারের কোনও গাফিলতি পাওয়া যায়নি।