দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসএকেএম-র উডবার্ন ব্লকে এদিন এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন এসএসকেএম এর ডিরেক্টর মনীময় বন্দ্যোপাধ্যায়। আবারও এসএসকেএম হাসপাতালের UCM বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুর ডেক্সা স্ক্যান করানো হয়। বৃহস্পতিবার রিউম্যাটোলজি ডেক্সা রুমে মুখ্যমন্ত্রীর শারীরিক পরীক্ষা হয়। বাম হাঁটুর জমা জল কী অবস্থায় রয়েছে, সেটা ভাল করে খতিয়ে দেখতে চাইছেন চিকিৎসকরা। বৃহস্পতিবার দুপুর পৌনে দুটো নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হয় মুখ্যমন্ত্রীর গাড়ি। মিনিট পনেরোর মধ্যে এসএসকেএম হাসপাতালে পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁকে প্রথমে ইউসিএম ভবনে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণ বাদে তাঁকে বের করে আনা হয়। সে সময়ে ওয়ার্ডের বাইরে এক রোগীর সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁকে। তারপর তিনি গাড়িতে উডবার্ন ব্লকের দিকে রওনা দেন। সূত্রের খবর, উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে তিনি ভর্তি হবেন। ওই কেবিনের চারপাশ সিসিটিভি ক্যামেরায় মুড়িয়ে ফেলা হয়েছে। হাসপাতালে সূত্রে খবর মুখ্যমন্ত্রীর, বাঁ হাঁটুর এসিএল-এ জল জমেছে। যদি ওই জল না বার করা হয়, তবে ব্যাথা বাড়বে। আর যদি জল বের করে দেওয়া হয় তবে দ্রুত তাঁর যে চোট তা কমে যাবে। তবে ওই জল বাড় করে দেওয়ার পরে প্রায় ২৪ ঘন্টা পা সোজা করে রাখতে হয়।