দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ভোটের ফলপ্রকাশের পরও রাজ্যে অশান্ত পরিস্থিতি বজায় থাকতে পারে বলে আশঙ্কা করছে আদালত। তাই ফলপ্রকাশের পর ১০ দিন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকুক রাজ্যে। আর সেই মর্মে কেন্দ্রের কাছে আবেদন জানাক রাজ্য নির্বাচন কমিশন। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের । পাশাপাশি ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার সন্ধের মধ্যে বাহিনীকে যথাযথ জায়গায় মোতায়েন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।পঞ্চায়েত ভোট নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। অতীতে বাংলার নির্বাচন পরবর্তী সময়ে যে অশান্তি ও হিংসার অভিযোগ উঠেছে, সেই প্রেক্ষিতে যাতে ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী থাকে রাজ্যে, সেই নিয়ে আবেদন জানানো হয়েছিল আদালতে। সেই আবেদনের ভিত্তিতে এবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরবর্তী ১০ দিন রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রকে সেই অনুযায়ী নির্দেশিকা জারি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।উল্লেখ্য, এদিন আদালতে কমিশনের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মূলত দুটি প্রস্তাব দেওয়া হয়। হয়, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান।কিংবা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে একটি মোবাইল পেট্রোলিং টিম বানানো… এক একটি টিম ছ’টি পোলিং স্টেশনের দায়িত্বে থাকবে। যদিও এই বিষয়ে আদালতের থেকে স্পষ্ট কোনও দিকনির্দেশ দেওয়া হয়নি। আদালতের পর্যবেক্ষণ, এই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আদালতের কাছে উপযুক্ত এক্সপার্টাইজ় নেই। সেই কারণে সীমান্তরক্ষী বাহিনীর আইজি ও কমিশন একসঙ্গে পরামর্শ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
Hindustan TV Bangla Bengali News Portal