দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পায়ে সফলভাবেই অস্ত্রোপচার (সার্জিকাল প্রসিডিওর) হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে বললেও, তিনি রাজি হননি বলে জানিয়েছেন এসএসকেএম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এসএসকেএম থেকে হুইলচেয়ারে বসে বাইরে বেরোন মমতা। তাঁর পর তাঁকে গাড়িতে কালীঘাটের বাড়ি নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, মমতাকে আপাতত কিছু দিন বিশ্রামে থাকতে হবে। একই সঙ্গে বেশ কিছু বিধিনিষেধও মেনে চলতে হবে মুখ্যমন্ত্রীকে।কপ্টার দুর্বিপাকে হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী। গত এক সপ্তাহ ধরে নিয়মিত বাড়িতে থেরাপি চলেছে তাঁর। এসএসকেএমের চিকিৎসকরা কালীঘাটের বাড়িতে গিয়ে সেই থেরাপি করে এসেছেন। এরপর বৃহস্পতিবার হাসপাতালে তাঁর হাঁটুর ফ্লুইড বের করা হয়। হাঁটু থেকে জমা ফ্লুয়িড বের করার পর সন্ধ্যা নাগাদ বাড়ির পথে রওনা দেয় তাঁর গাড়ি। এদিন হুইল চেয়ারে বসে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন মমতা। আগে আগে ছিলেন অভিষেক।গাড়িতে ওঠার সময় অসুবিধা হচ্ছিল মুখ্যমন্ত্রীর। অভিষেকই তাঁকে ধরে আসতে আসতে গাড়িতে বসিয়ে দেন।
এসএসকেএম সূত্রে খবর, রাতে উডবার্নে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু মুখ্যমন্ত্রী বাড়ি ফিরে যেতে চান। বাড়ি থেকেই তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চিকিৎসা করাবেন।বৃহস্পতিবার দুপুরে এসএসকেএমে পায়ের সার্জিকাল প্রসিডিওরের জন্য এসেছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে সিটি স্ক্যান করা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর ঘরে। পরে চিকিৎসকেরা জানান, মুখ্যমন্ত্রীর পায়ের পেশিতে আঘাতের চিকিৎসার জন্য একটি সার্জিকাল প্রসিডিওর করা হয়েছে। এরপর তাঁকে হাসপাতালে থেকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, তিনি বাড়ি ফিরতে চান। তাঁর ইচ্ছাকে প্রাধান্য দিয়েই মুখ্যমন্ত্রীকে ছুটি দেন এসএসকেএম কর্তৃপক্ষ। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও মুখ্যমন্ত্রীকে বাড়িতে বেশ কিছু নিয়ম এবং বিধিনিষেধ মেনে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।