দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-
পুলিশের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকেছিলেন তিনি। কিন্তু সেখানেই ধাক্কা খেতে হল তাঁকে। আদালত দাঁড়াল পুলিশের পাশেই। নজরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন কাঁথি থানার তরফে সেই নোটিস পাঠিয়েছিল। সেই নোটিসে বলে দেওয়া হয়েছে, আগামী ৮ জুলাই শনিবার অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের দিন শুভেন্দু নন্দীগ্রামের যে বুথে তাঁর নাম আছে সেই বুথ ছাড়া আর অন্য কোথাও যেতে পারবেন না। এমনকি সেই বুথে থাকতে পারবেন না শুভেন্দুর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরাও। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টে মামলা ঠোকেন শুভেন্দু। এদিন সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ জানিয়ে দিয়েছে পুলিশ ভুল কিছু করেনি। শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য পুলিশ যেটা প্রয়োজন মনে করবে সেটা করতে পারে।এদিন শুনানিপর্বে শুভেন্দু অধিকারীর আইনজীবী সৌম্য মজুমদার বলেন, কাঁথি থানা নোটিস দিয়েছে উনি যেখানে ভোটার নন, সেখানে যেতে পারবেন না। বিরোধী দলনেতার অনেক কাজ থাকে। কোনও কর্মী মার খেলে তাঁকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়।
পাল্টা কমিশনের আইনজীবী জিষ্ণু সাহা বলেন, সব রাজনৈতিক নেতাদের জন্য এটা প্রযোজ্য। প্রার্থী যেতে পারেন। কিন্তু অন্য কোনও রাজনৈতিক নেতার তাঁর এলাকার বাইরে ঘোরাঘুরি নিয়ন্ত্রণ করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনেও একই নিয়ম।বিচারপতি জানতে চান, কেন কাঁথি থানা এই নোটিস দিল। পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, বেশিরভাগ সময়ই কাঁথিতে থাকেন শুভেন্দু অধিকারী। তাই কাঁথি থানার আইসি এই নোটিস দিয়েছেন। এরপরই বিচারপতি সিনহা জানিয়ে দেন, কমিশনের নির্দেশই বহাল থাকবে।
Hindustan TV Bangla Bengali News Portal