প্রসেনজিৎ ধর, কলকাতা :- তাঁর বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। সেই অভিযোগে আগাম জামিনের আবেদন করে পঞ্চায়েত ভোটের আগের দিনই আদালতের দ্বারস্থ হলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। শুক্রবার মামলা করার অনুমতি চেয়ে আদেন করেন তিনি। আদালত তাঁকে মামলা করা অনুমতি দিয়েছে। আগামী সোমবার বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
মহিলার অভিযোগের ভিত্তিতে আইএসএফ বিধায়কের বিরুদ্ধে ৩৭৬, ৫০৬, ৩৪২, ৪১৭, ৩৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে গোপন জবানবন্দি দেন অভিযোগকারিণী মহিলা। ওই দিন তাঁর মেডিক্যাল পরীক্ষাও হয়।
মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে নওশাদ সিদ্দিকী তাঁর সঙ্গে সহবাস করেছেন। তৃণমূল নেতা সব্যসাচী দত্ত মহিলাকে ৩ তারিখে নিউটাউন থানায় নিয়ে আসেন। নির্যাতিতা মহিলা এয়ারপোর্ট থানা অঞ্চলের বাসিন্দা হলেও তিনি নিউটাউন থানাতে অভিযোগ দায়ের করেন। সব্যসাচী দত্ত জানান, নির্যাতিতা মহিলা তাদেরকে জানায়, তারপর পুলিশে অভিযোগ করার সিদ্ধান্ত নেয়। ওয়াকিবহাল মহলের মতে, তাঁর গোপন জবানবন্দির জেরে আরও বিপাকে পড়তে পারেন আইএসএফ বিধায়ক|সেই কারণেই সম্ভবত আগাম জামিন চেয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। এছাড়া শনিবার পঞ্চায়েত ভোট, মঙ্গলবার ফলপ্রকাশ। এর মধ্যে নওশাদ রাজনৈতিক কাজে ব্যস্ত থাকবেন। সেসময় আইনি জটিলতা এড়াতে চান তিনি। সোমবার আদালতে তিনি রক্ষাকবচ পান কি না, সেটাই এখন দেখার।
Hindustan TV Bangla Bengali News Portal