Breaking News

নওশাদের হাইকোর্ট স্বস্তি! ধর্ষণের অভিযোগে এখনই গ্রেফতার করা যাবে না নওশাদকে,রক্ষাকবচ দিয়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ে সেভাবে দেখতে পাওয়া যায়নি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। কারণ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার ভোটার না হলে সেখানে প্রবেশ করা যাবে না। আবার জনপ্রতিনিধি যদি সংশ্লিষ্ট এলাকার ভোটার হন তাহলে এলাকা ছেড়ে বেরতে পারবেন না। এই আবহে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ ওঠে আইএসএফ বিধায়কের বিরুদ্ধে। তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। সেই মামলার শুনানিতে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ বলে নির্দেশ দেওয়া হয়েছে। আজ, বুধবার ওই মামলায় ভাঙড়ের বিধায়ককে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়ে এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস।স্বস্তি মিলল হাইকোর্টে। ধর্ষণ মামলায় আপাতত নওশাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না। এদিন এই রক্ষাকবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সাফ জানানো হয়েছে বৌবাজার থানার মামলায় গ্রেফতার করা যাবে না নওশাদকে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১৮ জুলাই। প্রসঙ্গত, ভোটের মুখে গত বুধবার নওশাদের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের মামলা দায়ের করেন এক তরুণী। তৃণমূল নেতা সব্যসাচী দত্তের সঙ্গে যান নিউটাউন থানায়। সেখানেই প্রথমে দায়ের হয় ওই মামলা। তারপর তা যায় বৌবাজার থানায়। এই মামলাতেই আগাম জামিন চেয়ে কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। গত সোমবার ছিল শুনানির সম্ভাবনা। অবশেষে এদিন সেই শুনানি হয়।এদিন কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে, বৌবাজার থানার মামলায় গ্রেফতার করা যাবে না নওশাদ সিদ্দিকীকে। আজ, বুধবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ। এই অভিযোগের প্রেক্ষিতে নওশাদের বক্তব্য ছিল, ‘তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে’। তাই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইএসএফ বিধায়ক। আর আজই ভাঙড়ের বিধায়ককে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছেন বিচারপতি চিত্তরঞ্জন দাস।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *