দেবরীনা মণ্ডল সাহা :-বুধবার জেলা পরিষদের ফলাফল আসতে শুরু করে। দুপুরের মধ্যেই গোটা চিত্রটি পরিষ্কার হয়ে যায়। এই আবহে রাজ্যের ১৩টি জেলায় শূন্য হয়ে গেল বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী, রাজ্যের ১৩টি জেলার জেলা পরিষদে ধরাশায়ী হয়ে পড়েছে গেরুয়া শিবির। খাতা খুলতে পারেনি তারা। তার মধ্যে তাৎপর্যপূর্ণ বিষয় হল, উত্তরবঙ্গের চার জেলাতেও কুপোকাত বিজেপি।
পরিসংখ্যান বলছে, ৯ জেলায় জেলা পরিষদে দাঁত বসাতে পারেনি বিরোধীরা। বিরোধী শূন্য ৯ জেলা পরিষদ। খাতা-ই খুলতে পারেনি বিরোধীরা। আর বাকিগুলোতেও জয় তৃণমূলেরই। রাজ্যের মোট ৯২৮টি জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়। এরমধ্যে জেলা পরিষদের মোট ৫৯২টি জয় পেয়ে গিয়েছে তৃণমূল। এগিয়ে আছে আরও ১৮৮টি জেলা পরিষদে আসনে। তৃণমূলের সাফল্যের নিরিখে ধারে কাছেও নেই বিজেপি বা বামেরা। বিজেপি ঝুলিতে পুরেছে ১৮টি জেলা পরিষদ আসন, এগিয়ে আছে ৯টি আসনে। কংগ্রেস জিতেছে মাত্র ৬টি আসনে, এগিয়ে আছে ৭টি আসনে। আর সিপিআইএম জিতেছে মাত্র ২টি আসন, এগিয়ে আছে ১টিতে।
এদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে পদ্মের দেখা গিয়েছিল। যা একুশের বিধানসভা নির্বাচনে খানিকটা উদ্ধার করতে পেরেছিল ঘাসফুল শিবির। আর এবারের পঞ্চায়েত নির্বাচনে নিজেদের শক্তিশালী ঘাঁটিতেই চারটি জেলায় জেলা পরিষদের কোনও আসনে জয় পেল না বিজেপি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলায় বিজেপির সাংসদ রয়েছেন। তারপরও জেলা পরিষদে খাতা খুলতে পারল না বিজেপি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর নিজের জেলা বলেই পরিচিত। সেখানেও বিজেপি শূন্য।
উত্তরে জলপাইগুড়ি, দক্ষিণ জিনাজপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান জেলা পরিষদগুলি বিরোধী শূন্য। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে এই তথ্য-ই পাওয়া যাচ্ছে। একমাত্র পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদে বেশ খানিকটা লড়াই দিয়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদে মোট ৮টি আসনে জিতেছে বিজেপি, এগিয়ে আছে আরও ৫ আসনে। জেলা পরিষদের আসনের নিরিখে বাকি কোথাও আর দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি বিরোধীদের জেতা আসনসংখ্যা।
অনুব্রত মণ্ডল ছাড়া বীরভূম, শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর এবং অধীর চৌধুরীর মুর্শিদাবাদেও ঘাসফুলের দাপট দেখা যাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের ৭০টি আসনের মধ্যে ১৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি। কিন্তু বাকি সব আসনে তৃণমূল কংগ্রেস জিতেছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, হাওড়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান—জেলাগুলি বিরোধী শূন্য জেলা পরিষদ জিতেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই ফলাফল যথেষ্ট প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal