দেবরীনা মণ্ডল সাহা :-বোমা বাঁধতে গিয়ে ফের বিস্ফোরণ। এবার ঘটনাস্থল মালদহের কালিয়াচক। এখনও পর্যন্ত এক জনের মৃ্ত্যু হয়েছে। নিহতের নাম মুকলেসুর রহমান (৩১)। এই ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে মালদহের কালিয়াচকের চাঁদপুর গ্রামে আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামাবাসীরা। শব্দের উৎস সন্ধানে তাঁরা বেরিয়ে আসেন। দেখেন একটি পরিত্যক্ত বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। বিস্ফোরণের অভিঘাতে দেওয়াল ভেঙে গিয়েছে বাড়ির। স্থানীয় বাসিন্দারাই খবর দেন থানায়। গ্রামবাসীদের অভিযোগ, বোমা বাঁধাছিল ওই যুবকরা।
বোমা বাঁধার সময়েই বিস্ফোরণ হয়।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়। বৃহস্পতিবার গভীর রাতে চাঁদপুরের মাঠে বোমা বাঁধা চলছিল। সেই সময় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের ফলে জখম হন মোট ৩ জন। তড়িঘড়ি তাদের রক্তাক্ত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।