দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কিছুদিন আগে রাজ্যপাল তাঁর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছিলেন। তা নিয়ে রাজ্য–রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। তখন তাঁকে ফিরিয়ে নিয়ে পর্যটন দফতরের সচিব করেছিল নবান্ন। এবার পঞ্চায়েত নির্বাচনের রাজ্যপাল সিভি আনন্দ বোস এবার প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেন। কিন্তু কেন সরিয়ে দেওয়া হল? তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। রাজভবন থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার পর শেখর বন্দ্যোপাধ্যায়কে নবান্নে তথ্য ও সংস্কৃতি দফতরের পুরনো পদে ফিরিয়ে নেওয়া হয়েছে।উল্লেখ্য রাজভবনে প্রেস সচিব পদের জন্য জানুয়ারি মাসে নবান্নের তরফে তিন জনের নামের তালিকা পাঠানো হয়েছিল।
সেখান থেকে ইন্টারভিউ নিয়ে শেখর বন্দ্যোপাধ্যায়কে নিজের প্রেস সেক্রেটারি হিসেবে বেছে নিয়েছিলেন রাজ্যপাল। তবে হঠাৎ কেন তাঁকে রিলিজ করে দেওয়া হল তা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।প্রসঙ্গত, নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দেওয়ার পর থেকে এখনও রাজ্যপালের প্রধান সচিবের পদটি ফাঁকা রয়েছে। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে ওয়াকিবহল মহল। সেই আবহে এবার প্রেস সচিবকেও রিলিজ দেওয়া হল। তবে শেখর বন্দ্যোপাধ্যায়ের পদে কাউকে নিয়োগ করার জন্য এখনও পর্যন্ত রাজভবনের তরফ থেকে নবান্নের কাছে কোনও চিঠি দেওয়া হয়নি। ফলে ওই পদে এখনও রাজ্যপাল কাউকে বসাতে চাইছেন কি না তা বোঝা যাচ্ছে না। নন্দিনী চক্রবর্তীকে সরানো নিয়ে রাজভবন ও নবান্নের মধ্যে কম দড়ি টানাটানি হয়নি। অবশেষে তাঁকে সরিয়ে নিয়ে পর্যটন দফতরে বসায় নবান্ন।রাজ্যের সঙ্গে রাজ্যপালের নানা বিষয়ে সংঘাত রয়েছে। সেই সংঘাতের আবহে নন্দিনী চক্রবর্তীকে সরানো হয়েছিল। আবার একই আবহে সরানো হল প্রেস সচিবকে,যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।