প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় ফের সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ সিবিআই-এর। চার্জশিটে নাম রয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও এজেন্ট সুব্রত সামন্ত রায়ের। মোবাইল পুকুরে ছুড়ে ফেলায় জীবনকৃষ্ণের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন আইনের দু’টি ধারায় মামলা দায়ের। ধৃতদের বিরুদ্ধে ১২০ (বি), ১০৯, ২০১, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০ এবং দুর্নীতিদমন আইনের দুটি ধারায় মামলা রুজু হয়েছে।শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে কী করে টাকার বিনিময়ে জীবনকৃষ্ণ চাকরি বিক্রি করেছেন তার বিস্তারিত বিবরণ রয়েছে। কীভাবে এজেন্ট সুব্রত সামন্ত রায়কে দিয়ে তিনি কোটি কোটি টাকা তুলেছেন তা চার্জশিটে জানিয়েছে সিবিআই। উল্লেখযোগ্যভাবে চার্জশিটে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ এনে ২০১ ধারা প্রয়োগ করেছেন তদন্তকারীরা। সিবিআই তাঁর বড়ঞার বাড়িতে তল্লাশিতে গেলে নিজের ফোন ২টি পিছনের পুকুরে ছুঁড়ে ফেলেছিলেন জীবনকৃষ্ণ। ৩ দিন ধরে তল্লাশি চালিয়ে সেই ফোন উদ্ধার করতে হয়েছে সিবিআইকে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে সেই কথাও। নিয়োগ দুর্নীতি তদন্তে টানা ৩ দিন তল্লাশির পর গত ১৭ এপ্রিল বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ রয়েছে।সূত্রের খবর, সুব্রতর মাধ্যমেই চাকরি-বিক্রির টাকা তোলা হত বলে সিবিআইয়ের দাবি।
Hindustan TV Bangla Bengali News Portal