Breaking News

৩৫৫ ধারা জারি প্রশাসনিক সিদ্ধান্ত, শাহের সঙ্গে বৈঠক সেরে ফিরে বললেন বিজেপির রাজ্য সভাপতি!

প্রসেনজিৎ ধর :- দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি রাজ্য বিজেপি সভাপতি। জানালেন, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট পরবর্তী সন্ত্রাস রোখার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখবেন যাতে আর প্রাণহানি না হয়। অগাস্টে অমিত শাহ বাংলায় আসতে পারেন বলেও জানিয়েছেন তিনি। অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যে ৩৫৫ ধারা লাগু নিয়ে সুর বদল করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকালে দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে ৩৫৫ জারির বিষয়টি প্রশাসনিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবেন কবে তিনি লাগু করবেন।এদিন সুকান্তবাবু বলেন, ‘৩৫৫ প্রয়োগ করা প্রশাসনিক সিদ্ধান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবেন এর প্রয়োজন রয়েছে কি না। আর থাকলে কবে প্রয়োগ হবে।শনিবার সকালে দিল্লি থেকে কলকাতায় ফিরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সময় চেয়েছিলাম ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ওনার তরফ থেকে সময় দেওয়া হয়েছে। ওনাকে সমস্ত বিষয় বিস্তারিত বলেছি।

ভোট পরবর্তী হিংসা যাতে কম হয় তা কেন্দ্রীয় বাহিনী দিয়ে তা রোখার চেষ্টা করাবেন।” ভোট হিংসা নিয়ে তৃণমূলের অভিযোগের পালটা দিয়েছেন সুকান্তবাবু। তিনি বলেন, ‘তৃণমূলকে বলুন, ওনাদের যে ৩১ জন বা ১৯ জন যত জন তৃণমূলকর্মী মারা গিয়েছেন, তাদের কজন বিজেপির হাতে খুন হয়েছে? বিজেপি হিংসায় বিশ্বাস করে না। বিজেপি শাসিত কোনও রাজ্যে হিংসা হয় না’। একই সঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে তিনি যে রিপোর্ট জমা দিয়েছেন তাতে বিরোধীদের পাশাপাশি নিহত তৃণমূলকর্মীদেরও নাম রয়েছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন সুকান্তবাবু। সেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে অমিত শাহকে রিপোর্ট পেশ করেন তিনি। এরপর এক টুইটে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলের জন্য বিজেপি নেতা র্কমীদের অভিনন্দন জানান শাহ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *