দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায়কে জেলে আংটি পরে ঘুরতে দেওয়ায় আদালতের নির্দেশে প্রেসিডেন্সি জেলের সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছে রাজ্য প্রশাসন। এবার আদালতের ভর্ৎসনা থেকে বাঁচতে তাঁকে তলব করল হেস্টিংস থানা। এই ঘটনায় তাঁকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানানো হয়েছে। প্রেসিডেন্সি জেলার সুপারকে পুলিশের তলবে আইনজ্ঞদের একাংশের ধারণা, আদালতের ভয় অবশেষে কাজ করতে শুরু করেছে রাজ্য প্রশাসনের অন্দরে।পুলিশ জানিয়েছে, জেলের সুপার দেবাশিস চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানায় কারা কর্তৃপক্ষ। তারই ভিত্তিতে হেস্টিংস থানার পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে কেন আংটি, তা নিয়ে ব্যাঙ্কশালের বিশেষ ইডি আদালতে প্রশ্ন তোলে ইডি।প্রেসিডেন্সি জেলের সুপারকে
তলব করে ব্যাখ্যা চায় আদালত। এডিজি (কারা) রিপোর্ট জমা দিলে সুপারের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা নিয়ে প্রশ্ন তোলে আদালত।সম্প্রতি ফের রিপোর্ট দাখিল করে কারা কর্তৃপক্ষ আদালতকে জানিয়ে দেয় যে,সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের সূত্র জানিয়েছে, তারই জেরে প্রেসিডেন্সি জেলের সুপারকে নোটিস পাঠানো হয়েছে। তাঁকে থানায় গিয়ে তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করে তদন্তে সাহায্য করতে বলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।আংটি পরে পার্থ চট্টোপাধ্যায়ের জেলের ভিতরে ঘুরে বেড়ানোর ঘটনায় কারা দফতরের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত। রিপোর্টে সুপারকে কার্যত ক্লিনচিট দেন ডিআইজি কারা। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। এর পর এই মামলায় হাইকোর্টে হাজিরা দিতে হয় দেবাশিসবাবুকে। আদালতে তিনি দাবি করেন, পার্থবাবুর আঙুল খুব ফুলে উঠেছিল। ফলে আংটি খোলা যাচ্ছিল না। আংটি খুলতে গেলেই তিনি চিৎকার করছিলেন। তবে জেল সুপারের এই সাফাই সন্তোষজনক মনে হয়নি কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ওদিকে আদালতের নির্দেশে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করতে হয়েছে কারা দফতরকে। সেই অভিযোগের প্রেক্ষিতেই তলব করা হয়েছে দেবাশিসবাবুকে।