দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালত নিয়ে বিতর্কিত মন্তব্য। আর সেই মন্তব্যের জন্য মামলাকারীকে বৃহত্তর বেঞ্চে আবেদনের পরামর্শ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। ইতিমধ্যে বিচারপতিকে নিয়ে অভিষেকের পৃথক একটি মন্তব্যের মামলা চলছে বৃহত্তর বেঞ্চে। সোমবার সেই বেঞ্চেই আবেদনের পরামর্শ দিলেন প্রধান বিচারপতি। গত শুক্রবার এসএসকেএমে-এ আহত তৃণমূল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক। তারপরই ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। পাশাপাশি, বিচার ব্যবস্থার একাংশের উপরও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এদিন অভিষেককে বলতে শোনা যায়, “আমি বারবার বলছি বিচার ব্যবস্থার একাংশ বিজেপিকে মদত দিচ্ছে। …সমাজবিরোধীদের মদত দেওয়া হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক।”
প্রকাশ্যে তৃণমূল সাংসদের এই মন্তব্যের তীব্র নিন্দা করে স্পেশ্যাল বেঞ্চ গঠন করে স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করার অনুমতি দিক আদালত। সোমবার এমনই আবেদন করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।এ বিষয়ে আইনজীবী শাক্য সেনও বলেন, “এই একই ব্যক্তি আগেও হাইকোর্টের বিচারপতিদের নামে আদালত অবমাননাকর মন্তব্য করেছেন। কড়া পদক্ষেপ নেওয়ার আরজি জানাচ্ছি আমরা।” এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে পোস্টার লাগানো-সহ বেঞ্চ বয়কট করা হয়েছিল। প্রধান বিচারপতি বিষয়টি ওই মামলার সঙ্গে শুনানি করার আশ্বাস দিয়েছেন।বিকাশ রঞ্জন ভট্টাচার্য এ দিন দাবি করেন, স্বতঃপ্রণোদিত মামলা করা হোক। কারণ, সাধারণ মামলা হলে এজির পরামর্শ নিতে হবে। অভিষেকের বক্তব্যের ট্রান্সক্রিপশন পেশ করা হয় এদিন। এরপরই বৃহত্তর বেঞ্চে মামলা করার পরামর্শ দেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।
Hindustan TV Bangla Bengali News Portal