Breaking News

লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনায় মূল মাস্টারমাইন্ড সহ ধৃত আরও ২!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনার দিন তিনেকের মধ্যেই গ্রেপ্তার মাস্টারমাইন্ড। মূল অভিযুক্ত সাগর হালদার। লটারি ব্যবসা নিয়ে ঝামেলার জেরে প্রতিশোধ নিতেই দমকল কর্মী স্নেহাশিস রায়কে খুন করা হয়েছে বলে ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে বলে খবর। এই ঘটনায় দুই শুটার আগেই গ্রেপ্তার হয়েছিল। তাদেরই জেরা করে এবার মূল চক্রীকে গ্রেপ্তার করা হল।এই ঘটনায় ডিসি বিশপ সরকার জানিয়েছেন, ‘গত ১৩ তারিখ, লেক টাউন থানা এলাকায় একটা আনফর্চুনাট ইনসিডেন্ট হয়। স্নেহাশীষ রায় নামে এক ব্যাক্তি যার ডাকনাম ছোটকা তিনি স্কুল থেকে মেয়েকে নিয়ে আসছিলেন। মেয়ে বাড়িতে ঢুকে যায়। বাড়ির দোরগোড়ায় বাইকটা দাঁর করান। তাঁর মেয়ে তখন উপরে চলে যায়। সেই সময়ে তাকে ক্লোজ রেঞ্জে পেছন থেকে শুট করে। দুটো গুলি লাগে। তাঁর স্ত্রী তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়’।তিনি আরও জানিয়েছেন, ‘এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আফরাজ আনসারি ও আয়ুশ শার্মা, সবার আগে এই দুজনকে গ্রেফতার করা হয়।

ঘটনার ২ থেকে ৩ঘণ্টার মধ্যে এই দু’জনকে গ্রেফতার করা হয়। আয়ুশ স্বীকার করে শুট সেই করেছিল। টিটাগার থানা এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়’।ডিসি জানিয়েছেন, ‘এরপর ১৪ তারিখে আকাশ নামে একজন গ্রেফতার হয়। তারপর ১৫ তারিখে গ্রেফতার হয় সাগর। ১৬ তারিখে গ্রেফতার হয় রাহুল। এই ঘটনায় এই পাঁচজন গ্রেফতার হয়’।যে আর্মস টা দিয়ে ফায়ার করা হয়েছিল সেটা সাগরের কাছ থেকে রিকভার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ডিসি জানান মধ্যমগ্রাম থানা এলাকার একটি ঘর থেকে গ্রেফতার হয় সাগর। সেই ঘর থেকেই উদ্ধার হয় আর্মস।পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে ব্যবসায়িক শত্রুতার কারণে খুন করেছে। একদিকে লটারির ব্যবসা অন্যদিকে বালি পাথরের ব্যবসা ছিল সাগর হালদারের। সাগর এবং স্নেহাশীষ এই দুজনেই ব্যবসায়িক পার্টনারও ছিল। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে দুজনকে আজকে বিধাননগর আদালতে পেশ করা হয় । নিজেদের হেফাজতে নেওয়া আবেদন জানানো হয় | তবে মৃতের ফোনের চ্যাট ঘেঁটে কিছু তথ্য উঠে আসছে, যা থেকে এই মামলায় মহিলা যোগও ফোকাসে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *