প্রসেনজিৎ ধর, কলকাতা :- লেকটাউনে দমকল কর্মী খুনের ঘটনার দিন তিনেকের মধ্যেই গ্রেপ্তার মাস্টারমাইন্ড। মূল অভিযুক্ত সাগর হালদার। লটারি ব্যবসা নিয়ে ঝামেলার জেরে প্রতিশোধ নিতেই দমকল কর্মী স্নেহাশিস রায়কে খুন করা হয়েছে বলে ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে বলে খবর। এই ঘটনায় দুই শুটার আগেই গ্রেপ্তার হয়েছিল। তাদেরই জেরা করে এবার মূল চক্রীকে গ্রেপ্তার করা হল।এই ঘটনায় ডিসি বিশপ সরকার জানিয়েছেন, ‘গত ১৩ তারিখ, লেক টাউন থানা এলাকায় একটা আনফর্চুনাট ইনসিডেন্ট হয়। স্নেহাশীষ রায় নামে এক ব্যাক্তি যার ডাকনাম ছোটকা তিনি স্কুল থেকে মেয়েকে নিয়ে আসছিলেন। মেয়ে বাড়িতে ঢুকে যায়। বাড়ির দোরগোড়ায় বাইকটা দাঁর করান। তাঁর মেয়ে তখন উপরে চলে যায়। সেই সময়ে তাকে ক্লোজ রেঞ্জে পেছন থেকে শুট করে। দুটো গুলি লাগে। তাঁর স্ত্রী তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়’।তিনি আরও জানিয়েছেন, ‘এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আফরাজ আনসারি ও আয়ুশ শার্মা, সবার আগে এই দুজনকে গ্রেফতার করা হয়।