দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো স্বভাবের মহিলা। তিনি বহুবার হাইকোর্টে এসেছেন। আদালতের প্রতি তাঁর ব্যবহার খুব ভালো। আমি অধ্যাপকদের সম্মান করি। কিন্তু যে রাজনৈতিক নেতারা আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, তাঁদের আমি সম্মান করি না। স্পষ্টই বোঝ যায়, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ইঙ্গিত ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের দিকে। গত শুক্রবার এসএসকেএম হাসপাতালের বাইরে দাঁড়িয়ে বিচার ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। এমনকী কলকাতা হাইকোর্টের এক বিচারপতির নাম করেও তিনি আক্রমণ শানান।এদিন কোনও রাজনৈতিক নেতার নাম না নেওয়া হলেও বিচারপতির এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
এদিন একটি মামলার সূত্রে আদালতে এসেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাঁকে উদ্দেশ্য করেই বিচারপতি গঙ্গোপাধ্যায় ওইসব মন্তব্য করেন। তিনি বলেন, আপনারা অধ্যাপক। আপনাদের আমি সম্মান করি এবং করে যাব। কিন্তু যে রাজনৈতিক নেতারা আদালত নিয়ে বিরূপ মন্তব্য করেন, তাঁদের আমি সম্মান করি না। তৃণমূল সুপ্রিমো কখনও এমন কথা বলে না। পর্ষদের ওই মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, “সুপ্রিমো এই ধরনের বাজে কথা বলেন না। তিনি আদালতে এলে বিচারপতিদের সঙ্গে কথা বলেন। তিনি বিচার ব্যবস্থা সম্পর্কে বিরূপ মন্তব্য করেন না।” এক্ষেত্রেও রাজনৈতিক ব্যক্তিত্ব বা নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের কথা উল্লেখ করেননি তিনি।এই মন্তব্য প্রসঙ্গে বিচারপতিকে কটাক্ষ করেছে শাসক দল। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, বিচারপতি তাঁর চেয়ারে বসে সংবাদমাধ্যমে বসা রাজনৈতিক নেতা বা বিশ্লেষকদের মতো মন্তব্য করেছেন। তৃণমূল নেতা বলেন, “এই মন্তব্য নিজের রাজনৈতিক বিশ্বাস থেকে করছেন।” তিনি আরও বলেন, বিচারপতিরা শুনানি করবেন, আইনজীবীদের কথা শুনবেন। তা নিয়ে বিশদ আলোচনা করে আইনের পরিধির মধ্যে থাকবেন। কে ভাল, কে খারাপ, তা নিয়ে নিজের মতামত জানানোর জায়গায় ওই এজলাস নয়। এটা খুবই অনভিপ্রেত।
Hindustan TV Bangla Bengali News Portal