প্রসেনজিৎ ধর, কলকাতা :- নিয়োগ মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সোমবারই প্যারোলের মেয়াদ শেষের পর তাঁকে সংশোধনাগারে ফেরানো হয়। কিন্তু জেলে ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়েন।নিয়োগ দুর্নীতিতে জেলে গিয়ে বড় ধাক্কা খেয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র,হারিয়েছিলেন স্ত্রীকে। স্ত্রীর মৃত্যুর কারণ দেখিয়ে প্যারোলে মুক্তি পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। এবার প্যারোলের সময়সীমা কাটিয়ে প্রসিডেন্সি জেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়লেন সুজয়কৃষ্ণ।
সোমবার জেলে আসার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ। বুকে ব্যথা অনুভব করেন তিনি। জেল হাসাপাতালে তাঁর প্রাথমিক চিকিত্সার পর তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয়কৃষ্ণকে একাধিকবার জেরা করেছে সিবিআই। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বহু নথি পাওয়া যায়। তার পরই ফের জেরা করে ইডি। শেষপর্যন্ত তাকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। হাসপাতাল সূত্রে খবর, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে৷ ইসিজি করার পরামর্শও দেওয়া হয়েছে। সদ্য প্রয়াত হন সুজয়ের স্ত্রী বাণী ভদ্র৷ স্ত্রীর মৃত্যুর সময় প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন সুজয়৷ সেখানেই স্ত্রীর মৃত্যুর খবর পান৷ জামিনের আবেদন করলেও তা মঞ্জুর করেনি কলকাতা হাইকোর্ট৷ তবে তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়৷ স্ত্রীর পারলৌকিক ক্রিয়ার জন্য পরে প্যারোলের মেয়াদ আরও কিছু দিন বাড়িয়ে দেওয়া হয়। তবে মুক্তি দিলেও বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল ‘কালীঘাটের কাকু’কে৷ ১৬ জুলাই পর্যন্ত ছিল তাঁর প্যারোলের মেয়াদ৷ ১৭ জুলাই ছিল প্রেসিডেন্সি জেলে ফেরার কথা৷ কিন্তু ফিরেই তিনি অসুস্থ হয়ে পড়লেন।