প্রসেনজিৎ ধর :-ভোট মিটলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও অব্যাহত হিংসা। এবার রাতের অন্ধকারে তৃণমূল কর্মীর বাড়িতে সাদা ধুতি, ফুলের মালা এবং চিতা জ্বালানোর ছবি ফেলে আসার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের অন্তর্গত নারায়ণপুর গ্রামে। আতঙ্কে তৃণমূল কর্মী তরুণ জানা। কে বা কারা এই কাজ করেছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ২৫৭ নম্বর বুথের তৃণমূল কর্মী তরুণ জানা। এদিন সকালে তাঁর বাড়ির উঠোনে সাদা ধুতি, সাদা ফুলের মালা, এবং চিতা জ্বালানোর একটি ছবি দেখতে পান ঐ তৃণমূল কর্মীর পরিবারের লোকজন।
ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ওই তৃণমূল কর্মী তরুণ জানার অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে থেকেই স্থানীয় বিজেপি কর্মীদের কাছ থেকে নানান হুমকি আসছিল। তারপরই আজ অর্থাৎ মঙ্গলবার সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির দরজা খুলেই দেখেন উঠোনে সাদা ধুতি, সাদা ফুলের মালা এবং চিতা জ্বালানোর একটি ফটো পড়ে রয়েছে।এর পর খবর পৌঁছয় থানায়। পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান। তরুণবাবুর দাবি, ‘আমি সক্রিয় রাজনীতি করি। পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছি। কিন্তু তাই বলে কেউ আমাকে খুনের হুমকি দেবে সেকথা ভাবতে পারি না। আমার মনে হয় হারের আক্রোশে বিরোধী দলের কোনও কর্মী এই কাজ করেছেন’। তৃণমূলের দাবি, এর পিছনে বিরোধীদের হাত রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।বিজেপির দাবি, এর সঙ্গে তাদের কোনও যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।