দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের অ্যাকশনের বিরুদ্ধে রিঅ্যাকশন দিল শিক্ষা দফতর। মঙ্গলবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। যা নিয়ে তোলপাড় শিক্ষামহল। এবার বোসের পাল্টা অ্যাকশন নিল শিক্ষা দফতর।
যে সব উপাচার্যদের বিশ্ববিদ্যালয় থেকে সরিয়ে ফেলেছিলেন আচার্য, তাঁদেরকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে পাঠাল রাজ্য শিক্ষা দফতর।শিক্ষা দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্রকে পুনরায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে পাঠানো হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে পাঠানো হয়েছে আশুতোষ ঘোষকে। অপরদিকে, আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতিতে পাঠানো হয়েছে মিতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও বাড়ল | অন্যদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ম্যাকাউট, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সবটাই শিক্ষা দফতরকে না জানিয়ে। এই নিয়ে মামলা পর্যন্ত হয় কলকাতা হাইকোর্টে। আর আদালত রাজ্যপালের নিয়োগকে বৈধ বলেছে। এমনকী উপাচার্যদের বন্ধ করা বেতন চালু করতে এবং বকেয়া মিটিয়ে দিতে বলেছে কলকাতা হাইকোর্ট। তারপর থেকে আরও আগ্রাসী হয়ে পড়েছেন রাজ্যপাল। সদ্য তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে করা সিবিআইয়ের মামলায় বিচার প্রক্রিয়ায় অনুমোদন দিয়েছেন। ফলে তিনি যে সক্রিয় সেটার বারবার প্রমাণ মিলেছে।