প্রসেনজিৎ ধর, কলকাতা :- চব্বিশের লোকসভা ভোটে বিজেপি হারাতে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। একদিন আগেই বেঙ্গালুরুতে হয়ে গিয়েছে বিরোধীদের মেগা বৈঠক। আত্মপ্রকাশ করেছে বিরোধী জোট ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলেপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা ‘INDIA’। তৃণমূল সুপ্রিমো মমতার বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিরোধীদের এই এককাট্টা মনোভাব দেখেই কাল থেকেই ভয়ে থরথর করে কাঁপছে পদ্ম শিবির। এদিন এসএসকেএমে দাঁড়িয়ে এ কথা বলতে শোনা যায় তাঁকে।
পঞ্চায়েত নির্বাচনোত্তর পর্বে রাজনৈতিক সংঘর্ষে আহত তৃণমূল কর্মীদের দেখতে বুধবার এসএসকেএম হাসপাতালে এসেছিলেন মমতা। সেখানে আহতদের হাতে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ার পরে তিনি সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন। তখনই সরকার পড়ে যাওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘আগে একটা বালতি উল্টে দেখাক, তার পর সরকার উল্টোনোর কথা বলবে। খেয়েদেয়ে কাজ নেই। তোমাদের সরকার ইতিমধ্যেই উল্টে গিয়েছে। কাল থেকে তো ভয়ে কাঁপছ।” বুধবার কলকাতায় মিছিল করে বিজেপি। তা নিয়েও মন্তব্য করেছেন মমতা। তিনি বলেন, ‘‘যাদের কোনও কাজ নেই, কর্ম নেই, শুধু হিংসা, কুৎসা করা কাজ তারা আর কী করবে?”প্রসঙ্গত, মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠকে তৃণমূল ছাড়াও ছিল সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেসের মতো দলেরা। যদিও বাংলায় এরা প্রত্যেকে কট্টর তৃণমূল বিরোধী দলেও জাতীয় স্তরে বিজেপি বিরোধিতায় একযোগে হাত মিলিয়ে চলা এখন কতটা সম্ভব হয় সেটাই দেখার।