দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের বিরোধিতায় মহামিছিল থেকে একুশে জুলাইয়ের কর্মসূচির ঘোষণা বিজেপির। ২১ জুলাই জেলার ব্লকে ব্লকে হবে বিডিও অফিস ঘেরাও। পুলিশের অনুমতি না মিললেও বুধবার মহামিছিলে নামে বিজেপি নেতা, কর্মী-সমর্থকেরা। মিছিল শুরুর আগে বুধবার কলেজ স্কোয়ারে সভা করে বিজেপি। একই মঞ্চে একসঙ্গে দেখা গেল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে। মিছিল শুরুর আগে সভামঞ্চে বক্তৃতাও দেন দিলীপ ঘোষ।মেগা মিছিলের মঞ্চ থেকে তৃণমূলের শহিদ দিবসেই অর্থাৎ ২১ জুলাই বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “যদি গণতন্ত্রকে বাঁচাতে হয় তাহলে এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। আমাদের লড়াই এখান থেকেই শুরু হচ্ছে।” সকলকে এই লড়াইয়ে নামার আহ্বান জানান সুকান্ত মজুমদার |
বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১জন দলীয় কর্মী খুন হয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী। তাঁদের মধ্যে ৬৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েত ভোটে ১২ হাজার ৪৯২টি বুথ দখল হয়েছে এবং ২১ হাজার বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি।